সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, নারী আটক

সিরাজগঞ্জ সংবাদদাতাসিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রত্না খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত শনিবার (২৭ আগস্ট) রাতে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রসড়াতলা গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রসড়াতলা গুচ্ছগ্রাম থেকে নারী প্রতারক চক্রের মূলহোতা রত্না খাতুন আটক করা হয়েছে। সে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছিল এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে।

ওই নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে বলে জানা গেছে। রোববার (২৮ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।

সারাদিন/২৯ আগস্ট/এমবি

Nagad