সাভারে কারখানার অংশীদারি নিয়ে দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ৩
সাভারের বিরুলিয়ায় সিমটেক্স ইন্ডাস্টিজ লিমিটেড নামের একটি কারখানার অংশীদারি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটকে রাখা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিরুলিয়ার সিটি ইউনিভার্সিটি সংলগ্ন সিমটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানিতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
গুলিবিদ্ধদের মধ্যে কারখানার ফ্লোর ইনচার্জ মো. রিপন (৪০) বর্তমানে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে সিমটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির অংশীদারদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার সুপারভাইজার মামুন বলেন, আমাদের কারখানায় গত ১ সপ্তাহ ধরে ঝামেলা চলছে। আজ কারখানায় আগের চেয়ারম্যান এসে গুলি করেছে। আমার ফ্লোর ইনচার্জের পায়ে গুলি লেগেছে। আমি তাকে নিয়ে এনাম মেডিকেলে এসেছি। এর বেশি কিছু জানি না।
এ বিষয়ে সাভার থানাধীন বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দিদার বলেন, এখন কিছু বলা যাচ্ছে না, একটু পরে বিস্তারিত জানাচ্ছি।