ক্রিয়েটর পোর্টাল বাংলা চালু করেছে টিকটক

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

টিকটক বাংলাদেশে চালু করেছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অনন্য এক ওয়ান-স্টপ সেন্টার – ক্রিয়েটর পোর্টাল বাংলা। এই ওয়ান স্টপ সেন্টারটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য এটি একটি ওয়ান-স্টপ শপ হিসেবে কাজ করবে। ক্রিয়েটর পোর্টাল বাংলার টিকটক অ্যাকাউন্ট @bdtiktokcreators নামে পাওয়া যাবে। পোর্টালটিতে সিরিজ ভিডিও হিসেবে পাওয়া যাবে নানা ধরনের গাইডলাইন, টিপস এবং ট্রিকস। এগুলো একজন ক্রিয়েটরকে অ্যাপের মধ্যেই সর্বোচ্চ অভিজ্ঞতা এবং উপস্থিতি জানান দিতে সহাযতা করবে, সেই সঙ্গে তাদের ভিডিওগুলোকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় ।

পোর্টালটি ক্রিয়েটরদের নানামুখী গল্প বলতে, কমিউনিটি গড়ে তুলতে এবং সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে, যা ক্রিয়েটরদের আরও গভীরে গিয়ে তাদের লক্ষ্য পূরণে প্ল্যাটফর্মটিতে বৈচিত্রময় কনটেন্ট তৈরি করতে সহায়তা করবে।

সেই সঙ্গে এটি টিকটক কমিউনিটির গাইডলাইনগুলোর উপর একটি বিশদ মডিউলে অন্তর্ভুক্ত করবে, যাতে বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটররা তাদের দর্শকদের জন্য কনটেন্ট তৈরির সময় সেগুলো আরও ভালভাবে বুঝতে এবং প্রয়োগ করতে পারেন।

এটি প্ল্যাটফর্মটিতে শুধু কনটেন্টের মানই উন্নয়নই করবে তা না, সেই সাথে একটি নিরাপদ স্পেসে টিকটক ব্যবহারকারীরা যাতে বিভিন্ন ধরনের বিনোদন এবং সৃজনশীলতার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন – তাও নিশ্চিত করবে।

টিকটকের এক বিবৃতিতে বলা হয়, ‘ক্রিয়েটররা টিকটকের প্রাণ। তারাই অ্যাপটিকে নতুনদের স্বাগত জানানোর জায়গা হিসেবে গড়ে তুলেছেন, যেখানে লাখ লাখ মানুষ বিনোদন, শিক্ষা এবং আনন্দের জন্য আসছেন। টিকটকই একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তারকা বা ইনফ্লুয়েন্সার না হয়েও তাদের জনমুখী কনটেন্ট অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। যদিও একজন ক্রিয়েটর খুবই সহজেই হওয়া যায়, মাত্র কয়েকটি ট্যাপ করেই সেটি হওয়া সম্ভব। তবে সফল ক্রিয়েটর হতে প্রয়োজন সময়, ডেডিকেশন এবং প্ল্যাটফর্ম-জ্ঞান। টিকটক অ্যাকাউন্টে ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন সরঞ্জাম, বিশ্লেষণ, প্রভাব এবং সৃজনশীল ধারণাগুলোর সঙ্গে কনটেন্ট তৈরির কৌশল ঠিক করা কিছুটা কঠিন হতে পারে।
“আর এ কারণে আমরা বাংলাদেশে টিকটক ক্রিয়েটর পোর্টাল চালু করতে পেরে আনন্দিত। এটি একটি অনলাইন হাব, যেখানে টিকটক ক্রিয়েটরদের জন্য থাকবে শিক্ষামূলক ভিডিও তৈরির বেসিক উপায়, তাদের দর্শকদের সঙ্গে সংযোগ এবং তাদের ভিডিওকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার নানা কৌশল। ভিডিও তৈরিতে উৎসাহী এবং দক্ষ ক্রিয়েটরদের জন্য কমিউনিটি ট্রেন্ড, শব্দ ও মিউজিকের ব্যবহার সম্পর্কে আরও বেশি জানার সুযোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে সৃহজনশীল প্রবণতাগুলোকে স্পটলাইট করতে, কনটেন্ট তৈরিতে বৈচিত্র আনতেও সহায়তা করবে ক্রিয়েটর পোর্টাল।”

ক্রিয়েটর পোর্টাল বাংলার কনটেন্ট সাপ্তাহিক ভিত্তিতে আপলোড করা হবে নিম্নলিখিত পাঁচটি ক্যাটাগরিতে, যাতে থাকবে নতুন ভিডিও:
• টিকটকে কিভাবে শুরু করতে হয়
• টিকটক ক্রিয়েশন এসেনশিয়াল
• টিকটক ফাউন্ডেশন ফর সাকসেস
• টিকটক কনটেন্ট স্ট্র্যাটেজি
• এবং কমিউনিটি গাইডলাইন ও সেফটি।

Nagad

এসব ক্যাটাগরির বেশিরভাগই সাধারণ সব জিজ্ঞাসার উত্তর দেয় এবং টিকটকে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কীভাবে উন্নতি করা যায় তার ইনসাইটগুলো জানান দেয়। সেই সঙ্গে টিকটকে কমিউনিটি তৈরির ক্ষেত্রে মূল্যবান সব গাইডলাইন দেবে এবং প্ল্যাটফর্মে দেয়া সময়ের সবচেয়ে বেশি সুবিধা পেতেও সহায়তা করবে।