আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে ১০০ সেনা নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

সংগৃহীত

দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতভর চলা সংঘাতে আর্মেনিয়ার ৪৯ জন এবং আজারবাইজানের ৫০ জন নিহত হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সোমবার (১২ সেপ্টেম্বর) রাতভর ওই যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছেন। আর আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছেন।

প্রতিবেশী দেশ দুইটি একে অপরের সাথে দুটি যুদ্ধ করেছে এবং তিন দশক ধরে নিয়মিত ছোট ছোট সংঘর্ষ চালিয়ে এসেছে।

অন্যদিকে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাশিয়া জানিয়েছে, আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে সবশেষ সংঘর্ষ বন্ধের জন্য তারা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছে।

আর্মেনিয়া-আজারবাইজান সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। নাগর্নো-কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে ১৯৮০ এবং ১৯৯০ -এর দশকে বড় আকারে যুদ্ধ হয়েছে। সবশেষ ২০২০ সালেও দুই দেশ ছয় সপ্তাহ ধরে এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

Nagad

সারাদিন/১৪ সেপ্টেম্বর/এমবি