আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

যতদ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যতদ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে আঞ্চলিক নিরাপত্তা ব্লকের শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সংঘাত নিয়ে নয়াদিল্লির উদ্বেগ সম্পর্কে তিনি অবগত। এ সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ তিনিও শেষ করতে চান।ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া পুতিন-মোদির বৈঠকের সারসংক্ষেপের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে বলেন, আজকের যুগ যুদ্ধের যুগ নয় এবং আমি আপনার সঙ্গে এ নিয়ে ফোনে কথা বলেছি। গণতন্ত্র, কূটনীতি এবং সংলাপ বিশ্বকে একত্রিত করেছে। এসময় পুতিন বলেন, কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধক্ষেত্রে তারা তাদের নিজস্ব লক্ষ্য অর্জন করতে চায়। সূত্র: দেশ রুপান্তর

সিরিয়ায় বিমানবন্দরসহ কিছু এলাকায় ইসরায়েলি হামলায় ৫ সেনা নিহত

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও শহরের দক্ষিণের কিছু স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে পাঁচ সিরীয় সেনা সদস্য নিহত হয়েছেন। খবর রয়টার্সের। আজ শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা দল বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। সেনা নিহত হওয়ার পাশাপাশি মালামালেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে হামলার কারণে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: প্রথম আলো

পুতিন ও শির অভিমত
বিশ্বব্যবস্থা নতুন করে গড়া দরকার

এশীয় নেতাদের উদ্দেশে বিশ্বব্যবস্থায় ‘পরিবর্তন আনার’ আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। গতকাল শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে পশ্চিমা প্রভাবের বাইরে কিছু করার ইঙ্গিত দিয়ে শি চিনপিং বলেন, সময় এসেছে আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন আকার দেওয়ার।এসসিও সম্মেলনে সদস্য রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের রাষ্ট্র বা সরকারপ্রধানরা যোগ দিয়েছেন। এ ছাড়াও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান অংশ নিয়েছেন এতে। বিশ্বের বৃহত্তম পঞ্চশক্তির একটি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং মন্তব্য করেন আরো ন্যায্য এবং যুক্তিসংগত একটি বিশ্বব্যবস্থাকে এগিয়ে নিতে বিশ্ব নেতাদের একত্রে কাজ করা উচিত। সূত্র: কালের কণ্ঠ

Nagad

রানীকে শেষ শ্রদ্ধা
৮ কিলোমিটার দীর্ঘ লাইন
হিথ্রো বিমানবন্দরে সোমবার সব ফ্লাইট বাতিল

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ লাইন দিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলের দিকে এগিয়ে যাচ্ছে। রানীর মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। টেমস নদী বরাবর মানুষের এই লাইন ৮ কিলোমিটার ছাড়িয়ে গেছে। মধ্য লন্ডন থেকে এই লাইন পূর্ব লন্ডনের কাছাকাছি পৌঁছে গেছে। এরই মধ্যে পরিস্থিতি অনুকূলে না থাকায় গতকাল শুক্রবার রানীকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম ছয় ঘণ্টা পর্যন্ত স্থগিত রাখা হয়।ব্রিটেনের বিভিন্ন জায়গা এমনকি সারাবিশ্ব থেকে দলে দলে মানুষ এ জন্য লন্ডনে আসছে। এ ছাড়া শেষকৃত্যে অংশ নিতে সেখানে হাজির হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরাও। অনলাইন বুকিং প্ল্যাটফর্ম হোটেল প্ল্যানার জানাচ্ছে, তাদের ওয়েবসাইটে লন্ডনে হোটেলের রিজার্ভেশন ৪০০ শতাংশ বেড়ে গেছে। রানীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত বিবরণীতে বলা হয়েছে, সোমবার সকালবেলা রানীর মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে। রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। সেখানে দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। সোমবার সকাল ১১টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশব্যাপী ২ মিনিটের নীরবতা পালন করা হবে। সূত্র সমকাল

ইউনিসেফের বিবৃতি
পাকিস্তানে বন্যায় ভুক্তভোগী দেড় কোটিরও বেশি শিশু

পাকিস্তানে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল (ইউনিসেফ) প্রতিনিধি বলেছেন, সাম্প্রতিক ‘অতি বন্যা’য় দেশটির আনুমানিক ১ কোটি ৬০ শিশু ভুক্তভোগী হয়েছে। যার মধ্যে কমপক্ষে ৩৪ লাখের জীবনরক্ষাকারী সাহায্যের প্রয়োজন। খবর ডন।ইউনিসেফের প্রতিনিধি আবদুল্লাহ ফাদিল সম্প্রতি সিন্ধুর বন্যা-কবলিত অঞ্চলে দুই দিনের সফর শেষ করেছেন। তিনি গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, বন্যা কবলিত এলাকায় শিশুরা অপুষ্টিতে ভুগছে। ডায়রিয়া, ডেঙ্গু জ্বর, ত্বকের সমস্যা ও অন্যান্য রোগের সঙ্গে লড়াইয়ে তারা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ফাদিল আরো জানান, বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৫২৮ শিশু প্রাণ হারিয়েছে। প্রতিটি মৃত্যুকেই ‘একটি ট্র্যাজেডি’ উল্লেখ করে এড়ানো যেত বলে মন্তব্য করেন তিনি।এ দিকে বন্যার্তদের জন্য আন্তর্জাতিক সাহায্য অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার জাপান সরকার ৭০ লাখ ডলার ও কানাডা আরো ৩০ লাখ কানাডিয়ান ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: বাণিক বার্তা।

অ্যান্টার্কটিকার ভূত আমাদের তাড়া করে বেড়াবে পৃথিবীর সমাপ্তি পর্যন্ত

যতদূর জানি ‘জেনি’ নামক জাহাজটির বরফে পথ হারানোর ঘটনাটা একটা ভূতের গল্প। অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কৃত হয় ১৮২০ সালে, তথাকথিত ‘জেনি’র হারিয়ে যাবার কয়েক বছর আগে। তবে তখনও মহাদেশটিতে মানুষের পদচারণা পড়েনি। কটা গল্প দিয়ে শুরু করা যাক।জাহাজের নাম ‘হোপ’। তিমি মাছ ধরার বিশালাকার জাহাজ। ১৮৪০ সালের সেপ্টেম্বর মাসের কথা। চিলির কেইপ হর্ন নামে এক পাথুরে অন্তরীপের পাশ দিয়ে যাচ্ছিল ‘হোপ’। পাশ কাটাতে না কাটাতেই এক বিধ্বংসী ঝড় এসে জাহাজটিকে ভাসিয়ে নিয়ে গেল এক বরফের সাগরে। রাত বাড়তেই জাহাজটির চারদিকে তৈরি হলো বরফের বড় বড় কেল্লা! পরদিন ভোরবেলা। নিষ্ঠুর বাতাস তখন দমে গেছে। এবার সর্বনাশা ঝড়ের ধ্বংসলীলা হিসেবনিকেশ করার পালা। দেখা গেল দৈবক্রমে ‘হোপ’ তখনও টিকে আছে! গতরাতে কেল্লার মতো যে বরফখণ্ডগুলো ছিল সেগুলো আর একই রূপে নেই। পরিণত হয়েছে বরফের বিচ্ছিন্ন টুকরোয়।হঠাৎ জাহাজটির মাস্তুলের উপরি-কক্ষ থেকে একটা আওয়াজ শোনা গেল। আইসবার্গের গা ঘেঁষে আরেকটা জাহাজ দেখতে পেয়েছে হোপের এক নাবিক। স্পাইগ্লাসের ভেতর দিয়ে মনে হচ্ছিল বরফ যেন জাহাজটিকে আক্রমণ করেছে। ‘হোপ’ খুব সাবধানতার সাথে সেদিকে এগুলো। জাহাজটিকে প্রাথমিকভাবে পরিত্যক্ত মনে হচ্ছিল। হোপের ক্যাপ্টেইন ব্রাইটন একটা বোটে করে তিন জন নাবিক নিয়ে জাহাজটির দিকে গেলেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টাকালে যুবক গ্রেফতার

ব্রিটেনের সংসদ ওয়েস্টমিনস্টার হলে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাজকীয় মর্যাদায় রাখা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন।শুক্রবার রাতে রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টাকালে এক যুবক গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার হাজতে প্রেরণ করেছে। তাকে পাবলিক অর্ডার অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওয়েস্টমিনস্টার হল থেকে সরাসারি সম্প্রচার করা রানির কফিনে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। সূত্র: যুগান্তর

রানির জন্য হিথরোও হবে নিশ্চল

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে কিছু সময়ের জন্য নিশ্চল থাকবে লন্ডনের হিথরো বিমানবন্দর। ওই দিন বিভিন্ন ফ্লাইট বাতিলের পাশাপাশি বেশ কিছু ফ্লাইটের সময়সূচিতেও পরিবর্তনের খবর দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত ৫ সেপ্টেম্বর মারা যান। তার কফিন এখন রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার হলে। আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতার পর রানির কফিন লন্ডন থেকে উইন্ডসরের দিকে যাত্রা করবে। তাকে উইন্ডসর ক্যাসেলের মাঠে সেন্ট জর্জ চ্যাপেলে শায়িত করা হবে।
এক বিবৃতিকে যুক্তরাজ্যের ব্যস্ততম বিমানবন্দর (হিথরো) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আগামী সোমবার রানির শেষ বিদায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় শব্দ দূষণ এড়াতে এবং লন্ডনের আকাশপথকে শান্ত রাখতে ফ্লাইট বাতিল করা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

বেজোসকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ভারতের গৌতম আদানি

ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নেয়া তালিকার তথ্য অনুযায়ী, আদানি গ্রুপের এ প্রতিষ্ঠাতার সম্পদের মূল্য এখন ১৫ হাজার ৪৭০ কোটি ডলার।বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আমাজনের জেফ বেজোস ও ফরাসী ফ্যাশন জায়ান্ট লুই ভুইতো’র বার্না আনুকে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের গৌতম আদানি।
ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নেয়া তালিকার তথ্য অনুযায়ী, আদানি গ্রুপের এ প্রতিষ্ঠাতার সম্পদের মূল্য এখন ১৫ হাজার ৪৭০ কোটি ডলার। ২৭ হাজার ৩৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে এলন মাস্ক এখনও সবার উপরেই আছেন বলে জানিয়েছে এনডিটিভি। গৌতম আদানি গত মাসেই লুই ভুইতোর আনুকে টপকে শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন, সেসময় তার সামনে ছিল কেবল মাস্ক আর বেজোস। সূত্র: বিডি নিউজ

 

পশ্চিমাবিরোধী পালে হাওয়া

ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম কোনো বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এক মঞ্চে দেখা গেল। গতকাল শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনে তাদের সঙ্গে ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়ায়েভ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, সংস্থাটির সদস্যদেশগুলোকে ঘনিষ্ঠ অবস্থানে নিয়ে আসা, যাতে করে পশ্চিমাবিরোধী নতুন স্নায়ুযুদ্ধের শিবির তৈরি করা যায়। গতকাল সংস্থাটির ২২তম শীর্ষ সম্মেলন থেকে ইরানকেও জোটের নতুন সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে ইরান যেমন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ে প্রবেশ করল তেমনি মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাবের পাল্টা শক্তির হাত আরও শক্ত হলো। ২০০১ সালে মধ্য এশিয়ায় চীন, রাশিয়া এবং সাবেক সোভিয়েত দেশগুলোর কথাবার্তা বলার একটি ফোরাম হিসেবে এই সংগঠন গড়ে ওঠে। চার বছর আগে এই সংগঠনের পরিধি বিস্তৃত হয়। এতে যোগ দেয় ভারত এবং পাকিস্তানও। লক্ষ্য ছিল, মধ্য এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবের পাল্টা শক্তি হিসেবে বড় ধরনের ভূমিকা রাখা। আর এখন ইরান এসসিও’র পূর্ণ সদস্যপদের জন্য নথি স্বাক্ষর করায় সদস্য দেশগুলো অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট ও জ্বালানি সহযোগিতার এক নতুন মঞ্চে প্রবেশ করল। সূত্র: দেশ রুপান্তর