আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২২

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, নিহত ১২৭

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলায় হারজিত নিয়ে সংঘর্ষ হয়েছে। এরপরে পদদলিত হয়েছে অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গতকাল শনিবার রাতে শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খবর এএফপির। ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারল আরেমা।
ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হয়ে নিহত হয়। সূত্র: প্রথম আলো

ইউক্রেনীয় শিক্ষকদের অভিজ্ঞতা
রুশ ভাষায় না পড়িয়ে মার খেয়েছেন
সম্প্রতি রুশ সেনাদের দখলমুক্ত হওয়া এলাকাগুলোর শিক্ষকরা তুলে ধরছেন নির্যাতনের বিভিন্ন ধরন

কিয়েভের দাবি মতে, ইউক্রেনীয় বাহিনী গত দুই সপ্তাহে ছয় হাজার বর্গকিলোমিটার অঞ্চল রুশ সেনাদের দখল থেকে পুনরুদ্ধার করেছে। এত দিন শত্রুপক্ষের দখলে থাকাকালে সেসব অঞ্চলের বাসিন্দারা অস্ত্রের মুখে এমন অনেক কাজ করতে বাধ্য হয়েছে, যা তাদের প্রাণ কেড়ে না নিলেও হৃদয় বিদীর্ণ করেছে প্রতি মুহূর্তে।গত ছয় মাস ধরে শত্রুর নিয়ন্ত্রণে থাকা ওই সব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে রুশ ভাষায় রুশ পাঠক্রম পড়াতে বাধ্য করা হয়েছে অনেক শিক্ষককে। তবে রুশপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করায় নির্যাতনের শিকার হতে হয়েছে, এমন উদাহরণও রয়েছে।তেমনই একজন প্রধান শিক্ষিকা লিদিয়া তিলনা। তিনি জানান, রুশ পাঠ্যসূচি অনুসরণ করতে অস্বীকৃতি জানানোয় তাঁকে আটক করে শারীরিক নির্যাতন করা হয়েছে।
খারকিভ অঞ্চলের পূর্বাংশে বালাক্লিয়া ও ভোভচানস্ক এলাকা ঘুরে দেখতে গিয়ে একই ধরনের অনেক নির্যাতনের কাহিনি তুলে এনেছেন বিবিসির দুই প্রতিবেদক। শিক্ষকদের জবানি তুলে ধরে এই দুই প্রতিবেদক জানান, রুশ সেনারা এলাকা দখল করে প্রথমেই স্কুলের বইপত্র, ইউক্রেনীয় পতাকা, শিশুতোষ কার্যক্রম ধ্বংস করে দেয়। স্কুলের দেয়ালে থাকা বিখ্যাত ইউক্রেনীয় লেখক বা সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিভিন্ন প্রদর্শনীও নষ্ট করে দেওয়া হয়। সূত্র: কালের কণ্ঠ

প্রকৌশল
জার্মানি ডেনমার্ক যুক্ত হচ্ছে সমুদ্র-সুড়ঙ্গে

বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সুড়ঙ্গপথ (টানেল) নির্মিত হচ্ছে বাল্টিক সাগরের ১৩১ ফুট নিচ দিয়ে। অবিশ্বাস্য প্রযুক্তি দক্ষতায় নির্মিতব্য এ টানেল পশ্চিম ইউরোপের দুই দেশ জার্মানি ও ডেনমার্ককে যুক্ত করবে। প্রতিবেশী এ দুই দেশের মধ্যে স্থলসীমান্ত আছে। তবে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে সরাসরি গাড়ি বা ট্রেনে জার্মানির হামবুর্গে যাওয়া যায় না। ঘুরে যেতে হয়। এবার সরাসরি দুই শহর যুক্ত হচ্ছে।
এক যুগ আগে এ টানেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। জার্মানির ফেহমার্ন ও ডেনমার্কের লোল্যান্ড দ্বীপের মধ্যে ফেহমার্নবেল্ট প্রণালির তলদেশ দিয়ে এটি নির্মিত হচ্ছে। এ কারণে এর নাম ফেহমার্নবেল্ট টানেল। ২০২০ সালে শুরু হয় এর নির্মাণকাজ। কয়েক মাসে ডেনমার্ক অংশে অস্থায়ী বন্দরের কাজ শেষ হয়। সেখানে গড়ে তোলা হয়েছে একটি অস্থায়ী কারখানা। ওই কারখানায় বানানো হবে টানেলের জন্য ইট-কংক্রিটের কাঠামো। সব মিলিয়ে বড় আকারের ৮৯টি কাঠামো বানানো হবে। এগুলোকে জুড়ে গড়ে উঠবে মূল টানেল। সূত্র: সমকাল

Nagad

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে প্রাণহানি বেড়ে ৪৫
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে

বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার বিভিন্ন শহরে প্রাণহানি বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ঝড়ের তান্ডবে পুরো রাজ্য তছনছ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন।ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এই অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর। বুধবার ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে হারিকেন ইয়ান, যেটিকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর স্থানীয় সময় ৩টার দিকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়োকাস্তা উপকূলে আছড়ে পড়ে ইয়ান। সে সময় ফোর্ট মায়ার্স ও তার আশপাশে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। এনএইচসির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফ্লোরিডায় আছড়ে পড়ার পর শুক্রবার ঝড়টি দক্ষিণদিকে সরে যেতে থাকে এবং ফ্লোরিডার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ও সাউথ ক্যারোলাইনায় গিয়ে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তবে ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। প্রবল ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাসে অঙ্গরাজ্যের উপকূলীয় বিভিন্ন শহরের কোনো ভবন ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি। ঝড় যে শহরে আছড়ে পড়েছিল সেই ফোর্ট মায়ার্স শহর প্রায় হ্রদে পরিণত হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন ।

দিল্লি ও পাঞ্জাবের পর এবার গুজরাটে দৃষ্টি কেজরিওয়ালের

গুজরাটে আম আদমি পার্টি (এএপি) জয়ী হলে প্রত্যেক গ্রামে সরকারি স্কুল নির্মাণ হবে এবং কুচ জেলার প্রত্যেকের ঘরে নর্মদা নদীর পানি সরবরাহ করা হবে। ডিসেম্বরে অনুষ্ঠেয় রাজ্যসভা নির্বাচন সামনে রেখে এক জনসভায় এ প্রতিশ্রুতি দেন আম আদমি পার্টির এ জাতীয় আহ্বায়ক। দুদিনের রাজনৈতিক সফরে পাঞ্জাবে এসেছেন কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বগওয়ান্ত মান। কুচ জেলার গান্ধীধাম শহরে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে কেজরিওয়াল বলেন, দিল্লিতে সরকার পরিচালিত স্কুলে পড়াশোনা করে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছে দরিদ্র পরিবারের সন্তানরা। ভালো বেতনের চাকরি পেয়ে তারা নিজ পরিবারের দারিদ্র্য ঘুচাচ্ছে। কিন্তু গুজরাটে এসে দেখি কুচে সরকারি স্কুল বন্ধ করছে বিজেপি সরকার।নি তার বক্তব্যে আরো বলেন, গুজরাটে ক্ষমতায় এলে প্রত্যেক গ্রামে সরকারি স্কুল করবে এএপি। আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এএপিকে একবারের জন্য ভোট দিয়ে দেখুন। সূত্র: বণিক বার্তা ।

দোনেৎস্কের লাইমান শহরে ইউক্রেনের পতাকা উড়ছে: জেলেনস্কি

ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখলকৃত ইউক্রেনের দোনেৎস্ককে একিভূত করার ঘোষণার পরের দিনই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লাইমেন পুনরুদ্ধার করে ফেলেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক ভিডিও বার্তায় জানান, দোনেৎস্কের লাইমান শহরে এখন ইউক্রেনের পতাকা উড়ছে। এটি এখন আমাদের সেনাদের দখলে। খবর আনাদোলুর।কথিত গণভোটের পর গত শুক্রবার ডিক্রি জারির মাধ্যমে দোনেৎস্কসহ ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জেলেনস্কি আরও বলেন, এভাবে ইউক্রেনের সেনারা ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়াও পুনরুদ্ধার করবে। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দোনেৎস্কের লাইমান শহর থেকে সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা। সূত্র: যুগান্তর

রাশিয়ায় অন্তর্ভুক্ত হলো চার অঞ্চল, কিয়েভকে আলোচনায় ফেরার আহ্বান পুতিনের

ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চল– দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার নথিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর দেওয়া ভাষণে তিনি কিয়েভকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।এর আগে অধিকৃত অঞ্চলে গণভোটের আয়োজন করে রুশ কর্তৃপক্ষ। গণভোটে অধিকাংশ বাসিন্দা রাশিয়ায় যোগদানের পক্ষে মত দেয় বলে দাবি ক্রেমলিনের।ওই ফলাফলের ভিত্তিতে অঞ্চলগুলিকে রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্রেমলিন প্রাসাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে একে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে। কিয়েভ এর আগে জানায়, ইউক্রেনীয় ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করলে রাশিয়ার সাথে আলোচনার পথ বন্ধ হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

জর্জা মেলোনি: ইউরোপের রাজনীতিতে কেন অতি-ডানপন্থী দলগুলোর উত্থান ঘটছে?

ইতালির নির্বাচনে অতি-ডানপন্থী দলগুলোর জোটের বিপুল বিজয় সবাইকে চমকে দিয়েছে। একদা যে ইউরোপকে বলা হতো উদারপন্থী গণতন্ত্রের দুর্গ, সেখানে অনেকদিন ধরেই অভিবাসনবিরোধী, জাতীয়তাবাদী এবং ইসলামবিদ্বেষী রাজনৈতিক দলগুলো নির্বাচনে ভালো করছিল।ইউরোপের বিভিন্ন দেশে অনেকদিন ধরেই ডানপন্থী দলগুলো মাথা তুলছিল। ফ্রান্স, জার্মানি বা সুইডেনের মতো বেশ কিছু দেশে এসব দল প্রধান রাজনৈতিক দলের কাতারে উঠে আসছিল। অনেক দেশে তারা ক্ষমতার বেশ কাছাকাছি এসে গিয়েছিল।আর ইতালিতে ব্রাদার্স অব ইতালি এবং তার মিত্ররা বিপুল জয় পাবার পর অনেকেই মনে করছেন যে ইউরোপে ডানপন্থীদের উত্থান স্পষ্টভাবে সবার চোখে ধরা পড়েছে। ইউরোপের রাজনীতিতে হয়তো এক বড় পরিবর্তন আসন্ন। কেন অতিডানপন্থী জোট ইতালিতে জয় পেলো? রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের রাজনীতিক অধ্যাপক ড. রবার্তো দা’লিমন্ত বলছেন ইতালিতে লোকে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে – তবে অভিবাসন-বিরোধিতাই একমাত্র কারণ নয়। সূত্র: বিবিসি বাংলা।

‘রাশিয়ার উচিত ইউক্রেইনে পরমাণু অস্ত্র ব্যবহার করা’

ইউক্রেইনে সম্প্রতি কয়েকটি অঞ্চলে যুদ্ধে হেরে গিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ বাহিনী। এ অবস্থায় মস্কোকে সেখানে স্বল্প ক্ষমতার পরমাণু অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। রাশিয়ার চেচনিয়া অঞ্চলের এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে শনিবার এক পোস্টে লেখেন, ‘‘আমার মতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, দ্রুত সীমান্ত এলাকায় সামরিক আইন জারি করা এবং স্বল্প ক্ষমতার পরমাণু অস্ত্রও ব্যবহার করা উচিত।”গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেইনের বিভিন্ন অঞ্চল থেকে রুশ বাহিনীর হেরে যাওয়া ও পিছু হটার খবর আসছে। গত মাসে খারকিভের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার পর সর্বশেষ দেশটির পূর্বের লেমান নগরীতে রুশ বাহিনীর হেরে যাওয়া যুদ্ধক্ষেত্রে তাদের বড় পরাজয় বলে বিবেচিত হচ্ছে। নিজেদের শক্তঘাঁটিতে এভাবে হেরে যাওয়ায় রাশিয়ার শীর্ষ কমান্ডারদের তীব্র সমালোচনাও করেছেন কাদিরভ। সূত্র: বিডি নিউজ

বিশ্বে ২ লাখ ৮৭ হাজার জনের করোনা শনাক্ত

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৪২৬ জন মানুষ।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ফ্রান্সে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৫৯৬ জন। আর দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে জাপান। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১০৫ জন।এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন এবং শনাক্ত হয়েছে ৬২ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬০১ জনে।রোববার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়। সূত্র: চ্যানেল আই অনলাইন