বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি সই
গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ঋণ বিতরণের জন্য এবি ব্যাংক লিমিটেডের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি সই হয়েছে।
রোববার (২ অক্টোবর) এবি ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ ও এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদউল আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষিঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও এবি ব্যাংক লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।