সাভার ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ১
সাভারে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ স্বপন হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে গতকাল (২৫ নভেম্বর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার চাঁনগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ স্বপন হোসেন সাভারের আশুলিয়ার চাঁনগাও এলাকার মোঃ মাসুমের ছেলে।
সংবাদ সম্মেলনে ডিবির ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম স্বপনকে তার নিজ বসত বাড়ির সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে তাকে নিয়ে তার বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি ওসি আরও জানান, মোঃ স্বপন হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও ইয়াবা আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে ।