জার্সিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, নিখোঁজ অন্তত ১২ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

দ্বীপরাষ্ট্র ও উত্তর-পশ্চিম ফ্রান্সের উপকূলের কাছে স্বায়ত্তশাসিত ব্রিটিশ অধীনস্থ অঞ্চল জার্সিতে একটি আবাসিক ভবন প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ অন্তত ১২ জন। স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবিসি জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে সেন্ট হেলিয়ারের পিয়ার রোডে অবস্থিত আবাসিক ভবন প্রাঙ্গণে ওই ঘটনা ঘটে। সেখানে উদ্ধার কাজ চলছে এবং উদ্ধার কাজ শেষ হতে ‘কয়েকদিন’ সময় লেগে যাবে বলে জানান পুলিশ প্রধান রবিন স্মিথ।

তিনি বলেন, ‘ওই এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে…..আমাদের কর্মীদের দেখা সবচেয়ে বিধ্বংসী পরিস্থিতির একটি সেখানে বিরাজ করছে। বিস্ফোরণে ঠিক কয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা এখনো বুঝতে পরিনি। তবে সেখানে একটি তিনতলা ভবনের পুরোটা ধসে পড়েছে।’

জার্সি ব্রিটিশ রাজার অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সেখানে এক লাখের মতো মানুষের বসবাস।

সূত্র: রয়টার্স, বিবিসি

Nagad