বিএনপির শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

নির্বাচন কমিশনার মো. আলমগীর৷ ফাইল ছবি

বিএনপির ছয়জন সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচনের তফসিল রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর৷

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ঠিক কবে হতে পারে উপ-নির্বাচন, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি না, এসব দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

তিনি জানান, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হবে। উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন, এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে।

সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্ধারিত কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাব না। আমাদের তফসিল ঘোষণা হবে সব দলের প্রতি।’

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইন সংশোধনে আইন মন্ত্রণালয় ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। এরপর তারা এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত দেবেন।’

Nagad

আইনের ভাষা, দাড়ি-কমাসহ অন্যান্য দিকগুলো ঠিক আছে কি না, তা যাচাই-বাছাই করেই আইন সংশোধন হবে বলেও জানান তিনি।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির সাত এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন ১১ ডিসেম্বর দলটির পাঁচজন এমপি সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন।

বিএনপির পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন: ঠাকুরগাঁও-৩ আসনের মো. জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা। তবে, বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশিদ এবং অসুস্থ থাকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া স্পিকারের কাছে ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।