ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করেছে রাশিয়া: জেলেনস্কি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

সংগৃহীত

ইউক্রেনের মনোবল ভেঙে দিতে রাশিয়া ড্রোন হামলা দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় সোমবার (০২ জানুয়ারি) রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভাষণে জেলেনস্কি এই কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি গোয়েন্দা প্রতিবেদনে পেয়েছেন মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আরও হামলা চালাবে।

ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “রাশিয়া ড্রোন হামলা দীর্ঘায়িত করার মাধ্যমে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করেছে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে তারা যতই হামলা করুক না কেন, আমরা এটা প্রতিরোধে সবকিছু করব। সন্ত্রাসীরা যে লক্ষ্য নিয়েছে আমাদের তা ব্যর্থ করে দিতে হবে।”

জেলেনস্কি আরও বলেন, “এখন সময় এসেছে আকাশ প্রতিরক্ষায় জড়িত প্রত্যেকের বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত।” তিনি বলেন, ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কিছু হবে না; কারণ আমরা ঐক্যবদ্ধ আছি।”

সারাদিন/০৩ জানুয়ারি/এমবি 

Nagad