আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

পাঁচ ঝুঁকিতে অর্থনীতি

করোনা-পরবর্তী বিশ্ব অর্থনীতি যখন পুনরুদ্ধারে, তখনই নতুন সংকট তৈরি করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। চরম মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির জেরে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে—এমন সতর্কবার্তা দীর্ঘদিন থেকেই দিয়ে আসছে দুই বৃহৎ ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক ও আইএমএফ। এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) ‘বিশ্ব ঝুঁকি প্রতিবেদন ২০২৩’ প্রকাশ করেছে। এতে বিভিন্ন দেশের অর্থনীতির প্রধান পাঁচটি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, আগামী দুই বছর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সবচেয়ে বড় বৈশ্বিক ঝুঁকি তৈরি করবে। এতে বাংলাদেশেরও পাঁচটি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। সেগুলো হচ্ছে, দ্রুত ও দীর্ঘ মেয়াদে মূল্যস্ফীতি, ঋণসংকট, উচ্চ পণ্যমূল্যের ধাক্কা, মানবসৃষ্ট পরিবেশগত ক্ষতি এবং সম্পদের জন্য ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা। আগামী সপ্তাহে দাভোসে বৈঠকের আগে এ বিষয়ে সতর্ক করল সংস্থাটি। সূত্র: কালের কণ্ঠ

মাইকে ঘোষণার পর ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত, আহত ১

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের ইসমাইল হোসেন (৩০) ও কাজিয়াতল গ্রামের নুরে আলম (৩৫)। তাঁদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তির নাম শাহজাহান। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসিন্দা। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মুরাদনগর উপজেলার পালাসুতা ও কাজিয়াতল গ্রামে চুরি–ডাকাতি বেড়ে গেছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ ছিলেন। এরই মধ্যে গতকাল রাতে পালাসুতা গ্রামের মসজিদের পাশে মাহফিল হচ্ছিল। হঠাৎ খবর আসে গ্রামে ডাকাত ঢুকেছে। তখন মসজিদের ও মাহফিলের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় গ্রামে ডাকাত ঢুকেছে। লোকজন লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করেন। এ সময়ে তিন সন্দেহভাজন যুবককে গ্রামের কয়েকজন আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। সূত্র: প্রথম আলো

প্রস্তুত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
বদলে যাবে ঢাকার যোগাযোগ
বিমানবন্দর-বনানী ৯৩ শতাংশ, বনানী-মগবাজার ৪৭ শতাংশ কাজ শেষ, অচিরেই পাইলিং তৃতীয় ফেজে, আশুলিয়া থেকে বিমানবন্দরেও হচ্ছে এক্সপ্রেসওয়ে

হযরত শাহজালাল বিমানবন্দর-যাত্রাবাড়ী ২০ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলছে। এর মধ্যে বিমানবন্দর-বনানী প্রথম ফেজের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাকি এক্সপ্রেসওয়ের কাজ দ্রুতগতিতে চলছে। আর আশুলিয়া-বিমানবন্দর ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। এ এক্সপ্রেসওয়েটি নির্মাণ হলে উড়ালপথে সাভার থেকে যাত্রাবাড়ী ৪৪ কিলোমিটার পথ সংযুক্ত হবে। এ পথ পাড়ি দিতে লাগবে ১ ঘণ্টার কম। রাজধানী ঢাকার যানজট এড়িয়ে দেশের উত্তরাঞ্চলের সব ধরনের যানবাহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারবে। এতে দেশের উত্তর-দক্ষিণের ৩০ জেলার যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে। একই সঙ্গে চাপ কমবে ঢাকার ওপর। প্রকল্পসূত্রে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ২০ কিলোমিটার সড়কটি তিনটি ফেজে ভাগ করা হয়েছে। প্রথম অংশ বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত। দ্বিতীয়াংশ বনানী রেলস্টেশন থেকে মগবাজার মোড় পর্যন্ত। তৃতীয়াংশ মগবাজার থেকে যাত্রাবাড়ী পেরিয়ে চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত। দ্রুতগতিতে এগোচ্ছে প্রকল্পের কাজ। এটি চালু হলে বিমানবন্দর থেকে চিটাগাং রোড পর্যন্ত যেতে ১৫-২০ মিনিট লাগবে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

এমপিপুত্র পরিচয়ে ফেসবুকে প্রতারণার নেটওয়ার্ক, ফাঁদে ৪০-৪৫ তরুণী

বহুমাত্রিক প্রতারক বলতেই চোখের সামনে যে চেহারা ভেসে ওঠে, তাঁর নাম সাহেদ করিম। রিজেন্ট হাসপাতালের কর্ণধার ছিলেন তিনি। তবে তাঁর শেষ রক্ষা হয়নি। প্রতারণার ধরনে কিছুটা ভিন্নতা থাকলেও সাহেদের সঙ্গে তুলনীয় আরেক প্রতারকের খোঁজ মিলেছে। তাঁর নাম রাজু। গাজীপুর-৩ আসনের প্রয়াত এমপি অ্যাডভোকেট মো. রহমত আলীর ছেলে পরিচয় দিয়ে সমাজের উঁচুতলার অনেকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন মাসুম বিল্লাল ফারদিন রাজু। টুকটাক গানও জানেন। বিভিন্ন টেলিভিশনের টকশোতেও অংশ নিতেন। এমপি, মন্ত্রী, সরকারি বড় কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে তা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন তিনি। দেখতে সুদর্শন রাজুর ফেসবুক অনুসারীর সংখ্যাও চার লাখের মতো। ফেসবুক প্রোফাইলে যেসব পরিচয় তিনি বহন করে আছেন, তার ওজনও বেশ ভারী। শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে আছেন বলে দাবি করতেন। তবে সাহেদের মতো রাজুরও আসল চেহারা সামনে আসায় বেরিয়ে আসছে তাঁর অভিনব প্রতারণার চমকপ্রদ তথ্য। প্রতারণার জাল পাততে নিজের নাম-পরিচয় সবই বদলে দিয়েছেন তিনি। যেভাবে বের হলো আসল পরিচয়: সম্প্রতি রাজু এক তরুণীকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। চার লাখের মতো অনুসারী ও বেশ কিছু প্রতিষ্ঠানের সভাপতি-সেক্রেটারি পদে রয়েছেন দেখে তরুণী রাজুর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন। ধীরে ধীরে ওই তরুণীর সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। সূত্র: সমকাল

সম্পদে বড় পতন
এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ইলোন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনীরা গত বছরটা ভুলে যেতে চাইবেন। কারণ ২০২২ সাল তাদের কাছে কেবল হারানোর বছর ছিল। বিশ্বের বেশির ভাগ অতিধনীর সম্পদই কমে গেছে। বিশেষ করে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্কের সম্পদ হারানোর মাত্রা ছিল উল্লেখযোগ্য। এ কারণে তিনি এবার নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। প্রতিবেদন অনুসারে, ইলোন মাস্ক ইতিহাসে ব্যক্তিগত সম্পদ কমার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। মার্কিন এ ধনকুবের ২০২১ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ২০০ কোটি ডলার হারিয়েছেন। যদিও অন্যান্য তথ্য অনুসারে, তার সম্পদ কমার পরিমাণ ২০ হাজার কোটি ডলারের কাছাকাছি হতে পারে। খবর দ্য গার্ডিয়ান।মার্কিন সাময়িকী ফোর্বস থেকে প্রাপ্ত পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বৈশ্বিক রেকর্ডস ডাটাবেজ বলেছে, ইলোন মাস্কের সম্পদ ২০২১ সালের নভেম্বরে শীর্ষে উঠেছিল। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার কোটি ডলার। সর্বশেষ চলতি মাসে তার সম্পদ ১৩ হাজার ৮০০ কোটি ডলারে নেমে এসেছে। মূলত টেসলার শেয়ারদর কমে যাওয়ায় তার সম্পদেও পতন ঘটেছে। গত বছরের শুরুতে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কভিডজনিত কারণে সরবরাহ ব্যবস্থায় চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেছিলেন। সেই ধাক্কায় পুঁজিবাজারে টেসলার স্টকে ধস নামে। ২৭ জানুয়ারি একদিনেই বিশ্বের শীর্ষ এ ধনী ২ হাজার ৫৮০ কোটি ডলার হারান। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের ইতিহাসে এটি একদিনে চতুর্থ বৃহত্তম সম্পদের পতন। এর মাধ্যমেই একটি পাথুরে বছর শুরু করেছিলেন মাস্ক। সূত্র; বণিক বার্তা।

দাম সমন্বয় হবে প্রতিমাসে
নির্বাহী আদেশে দাম বাড়ল বিদ্যুতের

গ্রাহক পর্যায়ে আবারও বাড়ল বিদ্যুতের দাম। এবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়িয়েছে সরকার।শতাংশ হিসাবে বৃদ্ধির এই হার ৫ শতাংশ। ১ জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। একই সঙ্গে এখন থেকে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে। বৃহস্পতিবার সরকারের এক নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধিবিষয়ক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৯৪ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা ১৯ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা, ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ৫ টাকা ৭২ পয়সা থেকে ৬ টাকা ১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা থেকে ৬ টাকা ৩০ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ৬ টাকা ৩৪ পয়সা থেকে ৬ টাকা ৬৬ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ৯ টাকা ৯৪ পয়সা থেকে ১০ টাকা ৪৪ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ১১ টাকা ৪৯ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৩ পয়সা করা হয়েছে।সূত্র: যুগান্তর

ভারতে পোশাক রপ্তানিতে চমক, যুক্তরাষ্ট্রে ধীরগতি

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানিতে উল্লম্ফন দেখা যাচ্ছে। আগামী দিনগুলোতেও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারতে পোশাক রপ্তানির এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশার কথা শুনিয়েছেন সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এমনিতেই ভারতে রপ্তানি বাড়ছিল। অতীতের সব রেকর্ড ভেঙে গত অর্থবছরে পণ্য রপ্তানিতে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন মাত্রা পেয়েছে। তার ফলেই রপ্তানি বাড়ছে। প্রথম মাস জুলাইয়ে ভারতে ১৫ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিলেন বাংলাদেশের রপ্তানিকারকরা। আগস্টে তা বেড়ে ২২ কোটি ২৪ লাখ ডলারে ওঠে। সেপ্টেম্বরে তা আরও বেড়ে ২৪ কোটি ডলারে ওঠে। অক্টোবরে রপ্তানি হয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ডলারের বিভিন্ন ধরনের পণ্য। নভেম্বরে পণ্য রপ্তানি থেকে ১৭ কোটি ৭৫ লাখ ডলার আয় হয়েছে। সবশেষ ডিসেম্বর মাসে ১৭ কোটি ১৭ লাখ ডলারের বিদেশি মুদ্রা দেশে এসেছে ভারতে পণ্য রপ্তানি থেকে।বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশভিত্তিক পণ্য রপ্তানির হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পণ্য রপ্তানি থেকে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। সূত্র: দৈনিক বাংলা।

শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় মতিয়া চৌধুরীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের সংসদীয় উপনেতা মতিয়া চৌধুরী এমপি। আজ সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। শ্রদ্ধা জানানো শেষে মতিয়া চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। সূত্র: কালবেলা

দুই বছর পর ইজতেমা, তাবলীগ জামাতে বিভক্তি রয়েই গেল

করোনা ভাইরাস মহামারির কারণে দুই বছর বিরতির পর বিশ্ব ইজতেমা আবারো শুরু হলেও, তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি কাটেনি এবং সেটি দূর হবার কোন লক্ষণও দেখা যাচ্ছে না। তাবলীগ জামাতের দুটি গ্রুপ আলাদাভাবে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার আয়োজন করেছে, যার প্রথম পর্বটি শুরু হয়েছে শুক্রবার।তেরই জানুয়ারি থেকে পনেরই জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বের ইজতেমার আয়োজন করেছে মাওলানা জুবায়ের আহমদের নেতৃত্বাধীন অংশ। আর ২০ থেকে ২২শে জানুয়ারি ইজতেমা আয়োজন করেছেন মাওলানা ওয়াসিফুল ইসলামের অংশ, যারা ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভীর অনুসারী হিসেবে পরিচিত।
মাওলানা জুবায়ের আহমদের অংশটিকে প্রকাশ্যে সমর্থন দিয়ে মাওলানা সাদ-এর বিরোধিতায় লিপ্ত হয়েছে হেফাজতে ইসলামী।মাওলানা সাদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি মাদ্রাসা। মাওলানা সাদ যাতে বাংলাদেশে আসতে না পারেন সেজন্য হেফাজতে ইসলাম নানা তৎপরতা শুরু করে। সূত্র: বিবিসি বাংলা।

রাঙ্গুনিয়ায় চুলা থেকে ঘরে আগুন, এক বাড়ির ৫ জন পুড়ে অঙ্গার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রান্নার চুলা থেকে ঘরে আগুন লেগে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে এ অগ্নি দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।নিহতরা হলেন– মহাজন পাড়ায় অটো রিকশা চালক খোকন বসাকের বাবা কাঙাল বসাক (৭০), মা লোকপ্রিয়া বসাক (৬০), স্ত্রী লাকী বসাক (৩২), সন্তান সৌরভ বসাক (১২) ও সনৈতি বসাক (৪)। রাঙ্গুনিয়ায় চুলা থেকে ঘরে আগুন, এক বাড়ির ৫ জন পুড়ে অঙ্গার
গৃহকর্তা খোকন বসাক (৪২) ঘর থেকে বের হতে পারলেও দগ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সূত্র: বিডি নিউজ