ট্রাফিক আইন অমান্য করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষিকে জরিমানা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

ছবি- সংগৃহীত

ট্রাফিক আইন অমান্য করায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) তাকে জরিমানা করা হয় বলে জানিয়েছে ল্যাঙ্কাশায়ার পুলিশ।

ঋষি সুনাকের নাম উল্লেখ না করে এক টুইটে ল্যাঙ্কেশায়ার পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে সিটবেল্ট না পরেই ল্যাঙ্কেশায়ারের সড়কে কিছু সময় গাড়ি চালাতে দেখা গেছে। আমরা লন্ডনের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে জরিমানা করেছি।

এই ঘটনার সমালোচনা করছে লেবার পার্টির লোকজন। দলটির মুখপাত্র এটাও বলেন, কীভাবে সিট বেল্ট বাঁধতে হয়, ডেবিট কার্ড, ট্রেন সার্ভিস ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেনই না।

এর আগে সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিলো ওই ভিডিও। যদিও প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেন একটি সামাজিক মাধ্যমে ক্লিপ বানানোর জন্য সিট বেল্ট খুলে ফেলা ‘সঠিক কাজ’ হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাড়ির যাত্রী হিসেবে সিট বেল্ট না পরার জন্য জরিমানা হবে ১০০ পাউন্ড। মামলাটি আদালতে গেলে সুনাক জরিমানা দিবেন ৫০০ পাউন্ড।

Nagad

গত বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার ভ্রমণ করার সময় ঋষি সুনাক চলন্ত গাড়িতে চড়ে এই ভিডিও করেন।

সারাদিন/২১ জানুয়ারি/এমবি