দেশে ফিরেই বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা পেলেন সোনাজয়ী ইমরানুর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেই উষ্ণ সংবর্ধনা পেয়েছেন লন্ডনে জন্ম নেওয়া বাংলাদেশের অ্যাথলেট- এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান।
বিমানবন্দরে কেউ এসেছেন বাংলাদেশের পতাকা নিয়ে, আবার কেউ বা ফুল নিয়ে। সেই সঙ্গে মিষ্টিমুখও হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশন ছাড়াও নানান প্রান্ত থেকে স্প্রিন্টার ইমরানুর রহমানকে শুভেচ্ছা জানাতে অনেকেই হাজির হয়েছিলেন।


বিমানবন্দরে নেমে ইমরান বলেছেন, ‘এভাবে দেশে ফিরতে পেরে আমি অনেক খুশি। সবাই যেভাবে আমাকে বরণ করেছে তাতে করে আমি অভিভূত।’
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ৩০ বছর বয়সী ইমরানুর বলেছেন, ‘আপনারা আমাকে সমর্থন করেছেন। সবার প্রতি ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাকে ভালো ফলাফলে সহায়তা করেছে।
কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছেন ইমরান। সামনের দিকে আরও সাফল্য চাইছেন তিনি, ‘আমি অ্যাথলেটিকসে পুরো সময় দিতে চাই। আমার মনোযোগের পুরোটাই অ্যাথলেটিকসে রাখতে চাই। সবাই আমার পাশে এসে দাঁড়ালে অ্যাথলেটিকসে আরও ভালো কিছু করা সম্ভব হবে।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ইমরানকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এডভোকেট আব্দুর রকিব সাহেবে ইমরানকে আবিষ্কার করে লন্ডন থেকে দেশে নিয়ে আসেন। বর্তমানে সে এখন এশিয়ার দ্রুততম এশিয়া দ্রুততম মানবের খ্যাতি অর্জন করেন। ইমরানুর রহমানের দেশের পত্রিক নিবাস সিলেট। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের সন্তান।