আফগানিস্তানে গর্ভনিরোধক ওষুধ বিক্রি-ব্যবহার নিষিদ্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের নারীদের জন্য গর্ভনিরোধক ওষুধ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করে ডিক্রি জারি করেছে তালেবান সরকার। এই নিষেধাজ্ঞার পিছনে যুক্তি হিসেবে তালেকান বলছে, মুসলিমদের জনসংখ্য়া নিয়ন্ত্রণের জন্য এটা পশ্চিমী দুনিয়ার ষড়যন্ত্র করছে।

যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, আফগানিস্তানের দুইটি প্রধান শহরে ইতিমধ্যেই গর্ভনিরোধক ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তালেবান সরকারের প্রতিনিধিরা বাড়ি-বাড়ি গিয়ে তারা নারীদের হুঁশিয়ারি দিয়ে আসছে তারা যেন গর্ভনিরোধক ওষুধ ব্যবহার না করেন।

ওষুধের ব্যবসায়ী ও দোকানীদেরও সতর্ক করা হয়েছে গর্ভনিরোধক ওষুধ বা গর্ভনিরোধকের অন্য কোনও বস্তু যেন বিক্রি না করা হয়।

কাবুলের এক ওষুধ ব্যবসায়ী বলেন, তালেবানরা আমার দোকানে এসে হুমকি দিয়েছে যে আমি যেন গর্ভনিরোধক ওষুধ না রাখি বা বিক্রি করি। তালেবান শাসকরা নিয়মিত কাবুলের প্রত্যেকটি ওষুধের দোকানে যাচ্ছে এবং যাচাই করছে যে গর্ভনিরোধক ওষুধ বিক্রি বন্ধ করা হয়েছে কি-না। ভয়ে আমরাও আর ওই ওষুধ বিক্রি করছি না।

সারাদিন/২০ ফেব্রুয়ারি/এমবি 

Nagad