ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে ‘চরম আগ্রহী’ চীন-বেলারুশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাত বন্ধে ‘চরম আগ্রহ’ দেখিয়েছে চীন ও বেলারুশ। বুধবার (০২ মার্চ) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও বেলারুশ নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে বিষয়টি পরিষ্কার হয়। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র।

গত সপ্তাহে জাতীয় সার্বভৌমত্বের কথা উল্লেখ করে ইউক্রেনে যুদ্ধ বন্ধে একটি শান্তি আলোচনার পরিকল্পনার কথা ঘোষণা করে চীন।

যুদ্ধ বন্ধে বেইজিংয়ের পরিকল্পনার প্রশংসা করে বেলারুশ নেতা লুকাশেঙ্কো বলেন, তার দেশ (বেলারুশ) এই পরিকল্পনাকে ‘পুরোপুরি সমর্থন’ করে।

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা এক প্রতিবেদনে বলেছে, “চীন ও বেলারুশ যুদ্ধ নিয়ে তাদের ‘গভীর উদ্বেগ প্রকাশ করেছে’ এবং ‘যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় চরম আগ্রহ দেখিয়েছে।”

গত সেপ্টেম্বরে বেলারুশের সাথে চীনের সম্পর্ক উন্নতির পরেই লুকাশেঙ্কো তিনদিনের এই সফরে যান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুই দেশের সম্পর্ককে ‘সব সময়ের কৌশলগত অংশীদারিত্ব’ হিসেবে বর্ণনা করেছে। এর আগে যা শুধু পাকিস্তানের ক্ষেত্রেই ব্যবহার করেছিল চীন।

সারাদিন/০২ মার্চ/এমবি

Nagad