রাশিয়াকে চাপ দিতে চীনা প্রেসিডেন্টের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনা প্রেসিডেন্টের মস্কো সফরের মধ্যে সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কারবি। খরব ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র।

এর আগে দুই দিনের সফরে সোমবার রাশিয়ায় পৌঁছেছেন শি জিনপিং। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎও করেছেন। মঙ্গলবারও (২১ মার্চ) এই দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে।

ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধাপরাধ করছে তা বন্ধে পুতিনকে চাপ দিতে শির প্রতি আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র। তিনি আরও আহ্বান জানান, রাশিয়া যেন ইউক্রেন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। আর শুধুমাত্র যুদ্ধবিরতি চাওয়া যথেষ্ট নয়।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা আশা করি প্রেসিডেন্ট শি ইউক্রেনের শহর, হাসপাতাল ও স্কুলে বোমা হামলা বন্ধে, যুদ্ধাপরাধ ও নৃশংসতা থামাতে এবং তার সৈন্য প্রত্যাহার করতে প্রেসিডেন্ট পুতিনকে চাপ দেবেন।

সারাদিন/২১ মার্চ/এমবি

Nagad