রাবির নৃবিজ্ঞান বিভাগে কম্পিউটার লার্নিং ক্লাবের যাত্রা শুরু

তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে শিক্ষার্থীদের যুগোপযোগী করে তোলা এবং প্রতিযোগীতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগে ‘কম্পিউটার লার্নিং ক্লাব’র যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১মে) বিকেলে ক্লাবের উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. কামাল পাশা।

এসময় ক্লাবের আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ক্লাবের গঠনতন্ত্র, মিশন স্টেটমেন্ট, লোগো’র মোড়ক উন্মোচন করা হয়।

উদ্বোধনকালে বিভাগের সভাপতি অধ্যাপক মো. কামাল পাশা বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটারের সম্পর্কে জ্ঞান না থাকলে প্রতিযোগীতামূলক চাকরি বাজারে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। সেই লক্ষ্যে আমাদের এই ক্লাব গঠন করা হয়েছে। ক্লাবটির মাধ্যমে শিক্ষর্থীরা তাদের একাডেমিক কার্যক্রম এবং পেশাগত জীবনে সফলতা অর্জন করবে এই আশা ব্যক্ত করছি।

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) কাশেম মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান এবং অভিজিৎ রায়সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Nagad