আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
যে গ্রামে নারীদের কথায় সব চলে
‘এখানে নারীদের কথায় সব চলে’—কারাপাথোস দ্বীপের প্রত্যন্ত গ্রামটির গুণগান গেয়ে এভাবেই কথাটি বললেন রিগোপোলা পাবলিদিস। এখানে বসবাস গ্রিসের বিরল মাতৃতান্ত্রিক সম্প্রদায়গুলোর একটি। পাশেই একটি চেয়ারে বসে ধর্মীয় প্রতিকৃতি আঁকছিলেন পাবলিদিসের স্বামী জিয়ান্নিস। মাথা নেড়ে স্ত্রীর কথায় সায় দিলেন তিনি। নিজের প্রতিষ্ঠানে বসে ঐতিহ্যবাহী পোশাকে বুটি তুলছিলেন পাবলিদিস। হাসতে হাসতে তিনি বললেন, ‘আমাকে ছাড়া কিছুই করতে পারেন না আমার স্বামী। এমনকি নিজের ট্যাক্স রিটার্নও জমা দিতে পারেন না।’গ্রিসের বড় অংশই পিতৃতান্ত্রিক সমাজ। এর বিপরীতে অলিম্পোস গ্রামটিতে সবকিছুরই নেতৃত্বে রয়েছেন নারীরা।অন্যান্য দোদেকানিজ দ্বীপগুলো থেকে বিচ্ছিন্ন দর্শনীয় এই পাহাড়ি গ্রামটি নিজেদের কয়েক শতকের ঐতিহ্য ধরে রেখেছে। ষোড়শ শতকের ওসমানি সাম্রাজ্য এবং বিংশ শতাব্দীতে ইতালীয় শাসনের মধ্যেও নিজেদের ঐতিহ্য আঁকড়ে ধরে আছে এখানকার বাসিন্দারা। অলিম্পোসে ১৯৮০ সাল পর্যন্ত কোনো পিচঢালা সড়ক ছিল না। সূত্র: প্রথম আলো


ইউক্রেনের পাল্টা হামলা শুরু
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ শুরু করে রুশ প্রতিরক্ষা লাইন ভাঙতে গিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। গত শুক্রবার রাশিয়ার সোচি শহরে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার সময় পুতিন যুদ্ধ সম্পর্কে ওই মন্তব্য করেন। এর আগে আগেই ইউক্রেনের বাহিনী তাদের ভূখণ্ড দখলকারী রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করে। ইউক্রেনের পাল্টা হামলা শুরুগতকাল শনিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণ শুরু করার কথা নিশ্চিত করেন। গতকাল জেলেনস্কি বলেছেন, পাল্টা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তিনি যোগ করেন, পাল্টা আক্রমণ কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কে বিশদ কিছু বলবেন না। সূত্র: কালের কন্ঠ
ইউক্রেনে বাঁধে হামলা
সূর্যমুখীর দেশে এবার আকালের মেঘ
ইউক্রেন। গম উৎপাদেনের আঁতুড়ঘর। ইউরোপের ‘রুটির ঝুড়ি’। পৃথিবীর খাদ্যশস্যের গুদাম বললেও খুব বেশি বাড়াবাড়ি হয় না। তবে কৃষিজপণ্যের যে তেজস্বিনীর জৌলুশে ইউরোপের এ উর্বর ভূখণ্ডকে সবাই একনামে চেনে-তা হলো সূর্যমুখী ফুল। বিশ্ববাজারে প্রতাপশালী রাজার আসনে বসে আছে শুধু এই সূর্যরানির দাপটেই। সূর্যমুখী চাষে অপ্রতিদ্বন্দ্বী নায়ক। ফি বছর প্রায় এক কোটি ৪২ লাখ টন সূর্যমুখী ফুলের বীজ রপ্তানি করে ইউক্রেন। পরের সারিতেই থাকে রাশিয়া। ভাগ্যের কী নির্মম পরিহাস-যে মাটিতে সূর্যসন্তান, সেই আকাশেই আজ আকালের মেঘ! দিনিপ্রোর কাখোভখা বাঁধ ধ্বংসের স্রোতে ভেসে গেছে ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ হেক্টর ফসলি জমি। কৃষিবিদরা বলছেন, আগামী কয়েক বছর আর আবাদের আশা নেই এই অঞ্চলের খেরসন, জাপোরিঝঝিয়া, দিনিপ্রোতেতোভস্কোর চাষিজমিতে। দুর্ভাগ্যের এ সীমানা এক দশক বা তার বেশিও হতে পারে।কাখোভকা বাঁধের নিচে বহমান দিনিপ্রোর দুকূলজুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের আখড়া। অসংখ্য দ্বীপ, উপসাগর, তৃণভূমি, জলাভূমিবেষ্টিত অপরূপ লীলাভূমি। ২০১৫ সালেই স্থাপিত হয়েছিল ন্যাশনাল ন্যাচার পার্ক। আরও রয়েছে ব্ল্যাক সি বায়োস্ফিয়ার রিজার্ভ, আইভরি কোস্ট সভিয়াটোস্লাভ ন্যাশনাল পার্ক, নিঝনেদনিপ্রোভস্কি ন্যাচার পার্ক। বাঁধ ধ্বংসের ফলে সবকিছুই এখন পানির নিচে। ‘ফেয়ারি টেল ফরেস্ট’ চিড়িয়াখানার ৩০০টিরও বেশি প্রাণী পালাতে না পেরে মারা গেছে। হারানো উদ্ভিদ ও প্রাণীকুল আদৌ পুনরুদ্ধার করা সম্ভব কিনা-শঙ্কায় আছেন বিশেষজ্ঞরা। কৃষি জমিতেও দেখা দিয়েছে চরম বিপর্যয়। ইতোমধ্যেই খেরসনের বা পাশের অঞ্চল বা দিনিপ্রো নদীর বাম তীর ঘেঁষা জমিগুলো মারাÍকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খেরসনের ৯৪%, জাপোরিঝঝিয়ার ৭৪% এবং ৩০% দিনিপ্রোতেতোভস্ক অঞ্চলের জমির সেচ কাখোভকার ওপর নির্ভরশীল। বাঁধ ধ্বংসের ঘটনায় সেচ ব্যবস্থার প্রতিবন্ধকতা আবাদি জমিগুলো অনুর্বর করে দেবে। সূত্র: যুগান্তর
সুইডেনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৩
সুইডেনে এক বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার স্টকহোমে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির পুলিশ। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এএফপি জানায়, শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেন, গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে যে নিহত হয়েছে সে একজন ১৫ বছর বয়সী কিশোর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: সমকাল
রাশিয়া-ইউক্রেন তুমুল লড়াই
রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের তুমুল লড়াই চলার খবর পাওয়া গেছে। যুদ্ধপন্থি রুশ ব্লগাররা এ লড়াইয়ে ইউক্রেনকে প্রথম জার্মানি ও যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রশস্ত্র ব্যবহার করতে দেখার কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়ার ওপর ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু হওয়ার ইঙ্গিত মিলছে বলেই অভিমত ব্লগারদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও এক ভিডিও সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা নিশ্চিত করেই বলতে পারি যে, ইউক্রেনের আক্রমণ শুরু হয়ে গেছে।’ তবে ইউক্রেনের সেনারা কোনো সেক্টরেই তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করেন পুতিন। সেই সঙ্গে এ মুহূর্তে তুমুল লড়াইয়ে লিপ্ত রুশ সেনাদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আপনাদের বীরত্ব দেখেছি। আপনাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আমরা কৃতজ্ঞ।’ ইউক্রেনের সামরিক বিশ্লেষক ওলেক্সান্দর মুসিয়েঙ্কো দেশটির এনভি রেডিওকে বলেছেন, ইউক্রেন অগ্রগতি অর্জন করছে। তবে দক্ষিণ-পূর্ব জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের পাল্টা হামলা হওয়ার রুশ খবর নাকচ করে দিয়েছেন তিনি। তিনি বলেন এটি সত্য নয়। এ লড়াই পাল্টা হামলার মূল পর্ব নয়। এটি কেবল একটি ধাপ মাত্র। সূত্র: বিডি প্রতিদিন ।
মার্কিন কর্মকর্তার তথ্য
২০১৯ সাল থেকে কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি
বছরের পর বছর কিউবা থেকে সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করছে চীন। দ্বীপ দেশটি থেকে বিশ্বব্যাপী তথ্য সংগ্রহের ক্ষমতা বাড়িয়ে চলেছে বেইজিং। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ও অন্য দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে সিএনএন। ফ্লোরিডা থেকে প্রায় ১০০ মাইল দূরের দ্বীপে একটি ইলেকট্রনিক স্থাপনার জন্য কিউবার সঙ্গে একটি গোপন চুক্তিতে পৌঁছেছে চীন। গত ৮ জুন ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে সন্দেহ প্রকাশ করে মার্কিন ও কিউবান কর্তৃপক্ষ। কিন্তু জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, কমপক্ষে ২০১৯ সাল থেকে গুপ্তচরবৃত্তির জন্য কিউবাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে চীন। প্রতিবেদনে নিশ্চিত করে বলা হয়েছিল, কিউবা চীনকে নতুন গুপ্তচরবৃত্তির স্থাপনার অনুমতি দিতে সম্মত হয়েছে। নীতিগত এই চুক্তির কথা বলা হলেও ওই ধরনের কোনো স্থাপনা তৈরি হয়েছে বলে এখনো বিশ্বাস করা হয় না। সূত্র: বণিক বার্তা ।
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কে এই হাফিজে এরকান?
তুরস্কের ইতিহাসে প্রথম নারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন হাফিজে গায়ে এরকান। দেশটির চলমান সংকটময় পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রের সাবেক এ ব্যাংকারকে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল (শুক্রবার) দেশটির এক গেজেট বিজ্ঞপ্তিতে গভর্নর হিসেবে এরকানের নাম ঘোষণা করা হয়। ৪১ বছর বয়সী এরকান সাহাপ কাভসিওগলুর স্থলাভিষিক্ত হয়েছেন। সম্প্রতি টার্কিশ মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। এরই মাঝে গত ২৮ মে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই নিয়োগ দিলেন এরদোয়ান।মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেট জগতে এরকানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনসহ বহু খাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে নিজ দেশ তুরস্কে ততটা পরিচিত নন তিনি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
কানাডাজুড়ে চার শতাধিক দাবানল
কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কানাডার ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার (সিআইএফএফসি) গত শুক্রবার দেশজুড়ে ৪২২টি দাবানল সক্রিয় থাকার কথা জানায়। এর মধ্যে ২৩০ দাবানল পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।কানাডার কিউবেক প্রদেশ জানিয়েছে, দাবানল নেভাতে তারা এখন বৃষ্টির আশায় রয়েছেন। এ ছাড়া ১ হাজার ২০০ বেশি ফায়ার সার্ভিসের কর্মী আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কানাডায় ৪২২টি সক্রিয় দাবানলের মধ্যে ১২৫টিই কিউবেক প্রদেশে জ্বলছে। কিউবেকের উত্তরের শহরগুলোয় ১৩ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। দাবানলের কারণে ব্রিটিশ কলাম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের টুম্বলার রিজ এলাকার প্রায় আড়াই হাজার মানুষকে বাড়িঘর থেকে সরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া ফায়ার সার্ভিসের প্রকাশ করা একটি ভিডিওতে টুম্বলার রিজের জনমানবহীন সড়ক দেখানো হয়েছে, পাশেই জঙ্গল তখন দাউ দাউ করে জ্বলছিল। কানাডায় এবার অনেক আগেই দাবানলের মৌসুম শুরু হয়েছে। এ বছর এখন পর্যন্ত দেশটি ২ হাজার ৩৯২টি দাবানল দেখেছে। এসব দাবানলে ১ কোটি ৯ লাখ একর জমি পুড়েছে। দাবানলের ঘন ধোঁয়া কানাডা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, নরওয়ের আকাশে ছড়িয়ে পড়েছে। সূত্র; দৈনিক বাংলা।
ট্রাম্প অভিযোগ-নামা কীভাবে পাল্টে দিতে পারে ২০২৪ নির্বাচন
জাতীয় নিরাপত্তার অতি-গোপন নথিপত্র বাড়িতে নিয়ে অযত্নে অবহেলায় রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ কি তার ভোটারদের মনোভাব বদলে দেবে? ২০২৪ সালের নির্বাচন কি তার হাতছাড়া হয়ে যাচ্ছে?ডোনাল্ড ট্রাম্প গত তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মত আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন।মার্চে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর অনেকেই ধারণা করেছিলেন এর জন্য তাকে বড়রকমের রাজনৈতিক মূল্য দিতে হবে।কিন্তু বাস্তবে তাকে মোটেই তা দিতে হয়নি। তার ব্যবসা নিয়ে ভুয়া তথ্য দেওয়ার জন্য নিউ ইয়র্ক সিটির এক কৌঁসুলি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে যায় বলে ফাইভথার্টিএইট নামে একটি প্রতিষ্ঠানের করা জরীপে দেখা যায়।২০২৪ সালের নির্বাচনে প্রার্থিতার জন্য দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে তিনি প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে দেন।মি. ট্রাম্প যে শুধু তার সমর্থকদের ধরে রাখতেই সমর্থ হন তা নয়, রিপাবলিকান পার্টির বিভিন্ন স্তরের নেতারাও তার পাশে এগিয়ে আসেন। সূত্র: বিবিসি বাংলা।
তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট এবং বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঙ্কারার এলমাদাগ এলাকায় অবস্থিত এমকেই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত হয়েছেন।বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার ফাইটার এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়।এরইমধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। কারখানার মালিক তুরস্কের মেশিনারি অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এমকেই।প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রকেট এবং বিস্ফোরক দ্রব্যের প্রয়োজন মেটায় এ কারখানা।আঙ্কারার গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কর্মী ওই কারখানার মধ্যে আটকা পড়েনি। তিনি জানান, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে। সূত: বাংলানিউজ