আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুক্রবার
বিএনপির ঘোষণার পর আওয়ামী লীগও শুক্রবার শান্তি সমাবেশ করবে। এদিন শুক্রবার (২৮জুলাই) যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।


মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘পুরোনো বাণিজ্য মেলার মাঠ ব্যবহার উপযোগী না। পূর্ত (গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়) আমাদের কাছে এক দিন সময় চেয়েছে, সময় দিলে তারা মাঠটা ঠিক করে দিতে পারবে। এ কারণে আমাদের বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত শান্তির সমাবেশ শুক্রবারে নেওয়া হয়েছে।’
পুরোনো বাণিজ্য মেলার মাঠে কয়েক দিন আগে বৃক্ষমেলা হওয়ায় খানাখন্দ হয়েছে বলে দাবি করেন সাচ্চু। তিনি বলেন, কয়েক দিন আগে এখানে বৃক্ষমেলা হয়েছিল। এখানে খানাখন্দে ভরা। আসলে এই রাতের ভেতরে এগুলো ঠিক করা সম্ভব নয়। এই গর্তগুলো ভরাট করতে মাঠগুলো ঠিক করতেই গণপূর্ত মন্ত্রণালয় এক দিন সময় চেয়েছে।
এর আগে রাত ৯টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত বাণিজ্য মেলার (পুরনো) মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলে ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফারাজি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশ করার অনুমতি চায়। কিন্তু সেটি দেওয়া হয়নি। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কছে।
বায়তুল মোকাররম গেটে সমাবেশের অনুমতি না পাওয়া প্রসঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ঢাকা পোস্টকে বলেন, ‘বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমিত দেয়নি ডিএমপি। এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি।
যদিও পরে তারা আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।