কাশ্মিরে মিগ-২৯ যুদ্ধবিমান মোতায়েন করলো ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

চীন ও পাকিস্তানের মোকাবেলায় উপত্যকার নিরাপত্তা বহর থেকে সরানো হয়েছে সোভিয়েত যুগের মিগ-২১ যুদ্ধবিমান। সেখানে নতুন করে মিগ-২৯ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, কাশ্মিরের রাজধানী শ্রীনগরে ভারতের বিমান বাহিনীর ঘাঁটিতে মিগ-২৯ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

ভারতীয় সংবাদসংস্থা ‘এএনআই’ জানিয়েছে, মিগ-২৯ যুদ্ধবিমান মোতায়েনের ফলে উপত্যকার সুরক্ষা ও প্রতিপক্ষকে পাল্টা জবাব দেওয়ার দায়িত্ব এখন ‘ট্রাইডেন্ট স্কোয়াড্রন’ এর হাতে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, কাশ্মির-লাদাখে চীন ও পাকিস্তানকে নিয়েই উদ্বিগ্ন নয়াদিল্লি। বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই কাশ্মিরে একযোগে দুই প্রতিবেশী দেশের হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা।

সারাদিন/১২ আগস্ট/এমবি 

Nagad