কিয়েভে আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দালানের ধ্বংসাবশেষের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার (৩০ আগস্ট) সকালে কিয়েভের শেভচেঙ্কিভস্কি জেলায় ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সের্গেই পপকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেঙ্কিভস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত দালানের ধ্বংসাবশেষের আঘাতে দুইজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সের্গেই পপকো শহরে অন্তত ৩টি বড় আকারের বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এএফপি’র সংবাদদাতা কিয়েভের স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৮টায়) ৩টি বিস্ফোরণের শব্দ শোনেন। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, ক্ষেপণাস্ত্র হামলা চলছে। আমাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দক্ষিণের দারনিৎস্কি জেলায় ইতোমধ্যে জরুরি সেবা সংস্থাগুলোকে মোতায়েন করা হয়েছে। সেখানে ধ্বসে পড়া দালানের ধ্বংসাবশেষ একটি বাণিজ্যিক ভবনের ওপর পড়লে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাদিন/৩০ আগস্ট/এমবি 

Nagad