আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইউক্রেনের সেই ৪ অঞ্চলে ভোট, জয়ী পুতিনের সমর্থক দল
ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনে সম্প্রতি ভোট হয়েছে। গত রোববার এই ভোটের ফল প্রকাশ করে বলা হয়েছে, সেখানে ইউনাইটেড রাশিয়া পার্টি জয়লাভ করেছে। এই ভোটের কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলছে, এর ফল রাশিয়াকে ভোগ করতে হবে। গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের এই চার অঞ্চলকে নিজেদের বলে ঘোষণা করে রাশিয়া। এর এক বছর পর সেখানে ভোট দেওয়া হয়। এই ভোটের ফল রোববার প্রকাশ করা হয়। ভোটে জয় পাওয়া ইউনাইটেড রাশিয়া পার্টি মূলত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক। ইউক্রেনের এই চার অঞ্চল ছাড়াও রাশিয়ার অঞ্চলগুলোতেও ভোট হয়েছে। এসব ভোটেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ক্রেমলিন–সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। আর ইউক্রেনের এই চার অঞ্চলে পুতিন–সমর্থিত প্রার্থীরা ভোট পেয়েছেন ৭০ শতাংশের বেশি। যদিও এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইউক্রেন বলছে, এই নির্বাচন অবৈধ। ইইউ বলছে, ‘ইউক্রেনের এলাকগুলো বেআইনিভাবে দখল করে তার বৈধতা দেওয়ার যে চেষ্টা রাশিয়া করছে, তার বিরোধিতা করছি আমরা।’ তারা বলছে, যারা এই নির্বাচনে সঙ্গে জড়িত ছিল এবং যেসব নেতারা এই ভোটে অংশ নিয়েছেন তাদের এর ফল ভোগ করতে হবে। সূত্র: প্রথম আলো


অংশীদারি চুক্তি
অতীত ভুলে সহযোগিতার পথে
শেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগের ৫০ বছরের কিছু বেশি সময় পরে দেশটির সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফর উপলক্ষে হয়েছে এই চুক্তি। এর মধ্য দিয়ে আদর্শিক মিল থাকা চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জটিল কূটনীতিতে ঢুকে পড়লেন হ্যানয়ের কমিউনিস্ট শাসকরা।
জো বাইডেনের সফরে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম প্রথমবারের মতো কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তথা ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব (সিএসপি)’ চুক্তি সই করেছে। পর্যবেকক্ষকদের মতে, কর্তৃত্বপূর্ণ শাসনে থাকা ভিয়েতনামের মানবাধিকার, গণতন্ত্রসহ নানা ইস্যুতে উদ্বেগ পাশে সরিয়ে রেখে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করল ওয়াশিংটন। ভিয়েতনাম যুদ্ধ শেষের অনেক পরে, ১৯৯৫ সালে দেশটির সঙ্গে ওয়াশিংটনের কূটনীতিক সম্পর্ক শুরু হয়। তার পর থেকে এটিই প্রথম কৌশলগত অংশীদারির চুক্তি। সূত্র: কালের কণ্ঠ
আলোচনায় নতুন অর্থনৈতিক করিডর
ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে সংযুক্ত করতে রেল ও জাহাজ চলাচলের করিডর হচ্ছে। গত পরশু নয়াদিল্লিতে জি২০ সম্মেলন শেষে নতুন এই অর্থনৈতিক করিডরের ধারণা ও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনও উপস্থিত ছিলেন। বাইডেন চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করে এর ফলে বাণিজ্য ও দূষণমুক্ত জ্বালানি রপ্তানি সহজতর হবে বলে উল্লেখ করেন। তাঁর ভাষ্যমতে, এটি আরও স্থিতিশীল ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্য গঠনে অবদান রাখবে।তবে এই অর্থনৈতিক করিডরের কথা এর আগে জানানো হয়নি। ফলে শুরু হয়েছে এ প্রকল্প নিয়ে চর্চা। তবে প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল বলেছেন, জি২০ সম্মেলনে ভারত-মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডরের ঘোষণা দেওয়ার ফলে ভারত থেকে মিসর পর্যন্ত বিস্তৃত প্রাচীন লোহিত সাগর আন্তর্জাতিক মনোযোগ পাবে। সূত্র: বিডি প্রতিদিন।
বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে মঙ্গলবার সকালে রাশিয়ায় প্রবেশ করেছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।রাশিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জাপানের মিডিয়া আউটলেট জেএনএন জানিয়েছে, কিম জং উন রাশিয়ার খাসান সীমান্ত স্টেশনে পৌঁছেছেন। খবর বিবিসির-প্রাইমরস্কি ক্রাই এলাকায় অবস্থিত স্টেশনটিতে উত্তর কোরিয়ার নেতাকে স্বাগত জানিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছে।বিবিসির বিশ্লেষক যিনি ট্রেনের বিষয়ে নজর রাখছেন তার মতে, খাসান থেকে ভ্লাদিভোস্তকে পৌঁছাতে আরও পাঁচ-ছয় ঘণ্টার মতো সময় লাগবে।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি বৈঠকে যোগ দিতে তিনি রাশিয়া সফরে গিয়েছেন বলে এর আগে জানানো হয়। সূত্র: সমকাল
ভিয়েতনামে পৌঁছেই দিল্লিকে খোঁচা
দিল্লির মানবাধিকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বললেন বাইডেন
সদ্যসমাপ্ত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। তবে সেই বৈঠকের পর কোনো সংবাদ সম্মেলন হয়নি। পরে দিল্লি থেকে ভিয়েতনামে গিয়ে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। সেখানেই ভারতের গণমাধ্যম, মানবাধিকার ও বাক্স্বাধীনতা ইস্যুতে মোদিকে খোঁচা দেন বাইডেন।দিল্লি সফর শেষে রোববার ভিয়েতনামে পৌঁছে সংবাদ সম্মেলন করেন বাইডেন। সেখানে তিনি জানান, মানবাধিকার রক্ষা, সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো সংবেদনশীল ইস্যু নিয়ে তার কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তাকে তিনি মানবাধিকার রক্ষা করার গুরুত্বের বিষয়ে বলেছেন। পাশাপাশি মোদির সামনে নাকি তিনি শিক্ষিত সমাজের ভূমিকার কথা তুলে ধরেছেন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন। উল্লেখ্য, শুক্রবার ভারতে পা রাখার পর মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জো বাইডেন। রীতি অনুযায়ী, এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন সাংবাদিকরা উভয় রাষ্ট্রনেতাকেই কিছু প্রশ্ন করে থাকেন সংবাদ সম্মেলনে। যুক্তরাষ্ট্রে যখন মোদি গিয়েছিলেন, তখনও তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছিল। তবে বাইডেনের ভারত সফরকালে মার্কিন সাংবাদিকদের নাকি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। সূত্র; যুগান্তর
কর জালিয়াতির মামলায় খালাস পেলেন নোবেল বিজয়ী রেসা
কর জালিয়াতির মামলায় খালাস পেয়েছেন ফিলিপাইনের নোবেল বিজয়ী মারিয়া রেসা। পাশাপাশি তাঁর সংবাদ প্রতিষ্ঠান র্যাপলারও এই মামলা থেকে দায়মুক্তি পেয়েছে। মঙ্গলবার দেশটির একটি আদালত এক রায়ে রেসা ও র্যাপলারকে এই মামলা থেকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মারিয়ার রেসা ২০২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি তাঁর সংবাদ প্রতিষ্ঠান র্যাপলারের মাধ্যমে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের কড়া সমালোচনা করতেন। বিশেষ করে দুতের্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালানোর নামে বিচারবহির্ভূত হত্যার যে কার্যক্রম শুরু করেছিলেন, মারিয়া রেসা ছিলেন তার ঘোর বিরোধী। সূত্র: আজকের পত্রিকা ।
ইন্ডিয়া জোট জব্দেই ভারত!
দেশের নাম ইন্ডিয়া থাকবে নাকি পরিবর্তন করে ভারত করা হবে এই বিতর্কে গত কয়েক দিন ধরে উত্তপ্ত ভারতের জাতীয় রাজনীতি। এবার এই ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। বর্তমানে পাঁচ দিনের ইউরোপ সফরে রয়েছেন রাহুল। বেলজিয়ামের ব্রাসেলসে তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে নিজ দেশের নামবদল বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘মোদি দেশের নাম বদলাতে চান, যা আসলে উদ্ভট।’ ভারতের প্রধানমন্ত্রীর ‘ভারত’ নাম সামনে আনাকে একধরনের নজর ঘোরানোর চেষ্টা বলেও মনে করেন রাহুল। তিনি আলজাজিরাকে বলেন, ‘একটু খেয়াল করলে দেখবেন যখন আমরা তার (মোদি) ঘনিষ্ঠ গৌতম আদানি ও ওই গ্রুপের মারাত্মক জালিয়াতি নিয়ে কথা বলছি তখনই আলোচনার মোড় ঘুরিয়ে দিতে সুকৌশলে এই নামের বিতর্ক সামনে আনা হয়েছে।’ এর আগে গত শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ক এক প্রশ্নের উত্তরে রাহুল বলেন, ‘আমাদের সংবিধানে ভারত এবং ইন্ডিয়া দুই নামই রয়েছে। সংবিধানের শুরুতে বলা হয়েছে, ‘ইন্ডিয়া অথবা ভারত হবে একটি রাজ্যপুঞ্জ’। তো, ইন্ডিয়া কিংবা ভারত, কোনো নামেই আমি সমস্যা দেখছি না। দুই নামই চমৎকারভাবে গ্রহণযোগ্য।’ তিনি আরও বলেন, ‘যারা দেশের নাম বদলাতে চাইছেন, তারা আসলে ইতিহাসকে অস্বীকার করছেন। অসংখ্য মানুষের মূল্যবান অবদানের কথা তুলে ধরতে হবে আমাদের। কেউ যদি দেশের আত্মাকে আক্রমণ করে, তবে যেন উপযুক্ত মূল্য চোকাতে হয় তাদের।’ সূত্র দেশ রুপান্তর
‘এক পরিবারে ১৭ ডেঙ্গু রোগী, দুই মাসে খরচ ৮ লাখ’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেশ রূপান্তরের প্রথম পাতার খবর, “এক পরিবারে ১৭ ডেঙ্গু রোগী দুই মাসে খরচ ৮ লাখ”। প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকার ফায়েদাবাদ চুয়ারিটেক এলাকায় একটি একান্নবর্তী পরিবারের ২৭ জন সদস্যের মধ্যে ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা বাবদ দুই মাসে ব্যয় হয়েছে ৮ লাখ টাকার বেশি। শুধু হাসপাতালের বিলই দিতে হয়েছে সাত লাখ টাকার মতো। এই ব্যয় সংকুলান করতে গিয়েও হিমশিম খেতে হয়েছে এই পরিবারকে। দীর্ঘ দুই মাস ডেঙ্গুর সঙ্গে যুদ্ধে রাতের পর রাত নির্ঘুম কেটেছে পরিবারের অন্য সদস্যদের। আক্রান্তদের কারও কারও জটিলতা রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল অন্যদের। আক্রান্তদের মধ্যে ছিলেন পরিবারের বৃদ্ধ মা ও আট শিশু-কিশোরও। আক্রান্ত হয়েছেন পরিবারের ভাই ও তাদের স্ত্রীরা। সূত্র: বিবিসি বাংলা
মরক্কোয় ভূমিকম্পে মৃত্যু ২৮০০ ছাড়াল
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ৮০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহতের সংখ্যাও আড়াই হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার রাতে দেশটির মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এতে নিহত অধিকাংশ লোকজন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মরক্কোর জনপ্রিয় পর্যটন শহর মারাকেশ। এদিকে হতাহতদের উদ্ধার অভিযানে যোগ দিয়েছে স্পেন, ব্রিটেন এবং কাতারের অনুসন্ধান দল। সূত্র: দৈনিক বাংলা ।
মার্কিন হুঁশিয়ারি মাথায় নিয়ে রাশিয়ায় পৌঁছালেন কিম
ওয়াশিংটনের সতর্কতার মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় পৌঁছেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাপানি মিডিয়া এই তথ্য জানিয়েছে। ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে (কিমের বৈঠকে) ব্যাপক আলোচনা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, এই দুই দেশের অস্ত্র চুক্তিতে একমত হওয়া উচিত নয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন গত রোববার তার ব্যক্তিগত ট্রেনে রাশিয়ার উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে। কিমের এই সফরে অস্ত্র শিল্প ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পররাষ্ট্রমন্ত্রীও রয়েছেন। জাপানের কিয়োডো নিউজ এজেন্সি মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ান সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কিমকে বহনকারী ট্রেনটি উত্তর কোরিয়া থেকে রাশিয়ার সুদূর পূর্বের প্রধান রেল গেটওয়ে খাসান স্টেশনে পৌঁছেছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কিম জং উন মঙ্গলবার ভোরে রাশিয়ায় প্রবেশ করেছেন বলে তারা বিশ্বাস করেন। সূত্র: ঢাকা পোস্ট