আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

মাটিতে বসে ২০ টনের ক্রেন টেনে বিশ্ব রেকর্ড

অস্ট্রেলিয়ার শক্তিশালী মানব জর্ডান ‘বিগি’ স্টিফেনস নতুন রেকর্ড গড়েছেন। ৩৩ বছর বয়সী এই বডিবিল্ডার মাটিতে বসে ২০ টন ওজনের একটি ক্রেন দড়ি ধরে ১৬ দশমিক ৪ ফুট পথ টেনেছেন! এ নিয়ে গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হয়। জর্ডান শরীরের ওপর অংশ দিয়ে ভারী বাহন টানা ক্যাটাগরিতে এ রেকর্ড গড়েছেন। এ রেকর্ডের শর্ত হলো, সংশ্লিষ্ট প্রতিযোগীকে মাটিতে বসে কোমর থেকে শরীরের ওপর অংশের শক্তি দিয়ে বাহন টানতে হবে। এ ক্ষেত্রে প্রতিযোগী তাঁর পা দিয়ে কোনো ধরনের শক্তি উৎপাদন করতে পারবেন না। এই ক্যাটাগরিতে প্রতিযোগীকে তাঁর পিঠ ও দুই হাতের মাংসপেশির ওপর প্রধানত নির্ভর করতে হয়।জর্ডান এই অর্জনের মধ্য দিয়ে কানাডার কেভিন ফাস্টের রেকর্ড ভেঙেছেন। কেভিন ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের রাস্তায় ১৩ টনের বেশি ওজনের একটি বাস টেনে ওই রেকর্ড গড়েছিলেন।রেকর্ড গড়ার আগে জর্ডানকে দুটি বড় ধরনের আঘাত থেকে সেরে উঠতে হয়েছে। ২০১৯ সালে তাঁর বাঁ বাহুর ঊর্ধ্বাংশের মাংসপেশি ও ২০২১ সালে তাঁর ডান বাহুর একই মাংসপেশিতে টান পড়েছিল। প্রতিবারই তাঁকে অস্ত্রোপচারসহ আনুষঙ্গিক চিকিৎসায় ১২ সপ্তাহ পূর্ণ সময় বিশ্রামে থাকতে হয়েছে। সূত্র: প্রথম আলো

এবার শুক্র গ্রহে নজর ইসরোর
শুক্র অভিযানের জিনিসপত্র তৈরির কাজ চলছে

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে চন্দ্রযান-৩ অবতরণের মাত্র এক মাসের কিছু বেশি সময় কেটেছে। এরই মধ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এখন শুক্র গ্রহের দিকে নজর ফেলেছে। মাঝখানে অবশ্য সূর্য নিয়ে গবেষণা করতে একটি অনুসন্ধান যানও উৎক্ষেপণ করা হয়েছে। অনানুষ্ঠানিকভাবে নতুন অভিযানের নাম উল্লেখ করা হয়েছে শুক্রযান-১ হিসেবে।শুক্র অভিযানের হিসাবপত্র কষা হয়েছে এবং গ্রহটিতে পাঠানো হবে এমন কিছু জিনিসপত্র তৈরির কাজ চলছে। গত মঙ্গলবার ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এ কথা বলেন। সৌরজগতে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ শুক্র (প্রথমে বুধ) এবং তার পরেই পৃথিবীর অবস্থান। এ কারণে এটি ‘পৃথিবীর যমজ’ হিসেবে পরিচিত। সূত্র: কালের কণ্ঠ

সৌদি আরব-ইসরায়েল চুক্তিতে মধ্যপ্রাচ্য কী পাবে

মার্কিন মধ্যস্থতায় কয়েক মাস ধরে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। অবশেষে সৌদি আরব ও ইসরায়েল একটি চুক্তি করতে সম্মত হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ চুক্তি চূড়ান্তের পথে আছে বলে নিশ্চিত করেছেন। তার মতে, এটি হতে যাচ্ছে শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় ঐতিহাসিক চুক্তি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ডয়চে ভেলে। আবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত শুক্রবার ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দুই দেশের মধ্যকার এ আলোচনা নিয়ে তার সরকারের উচ্চাকাক্সক্ষার কথা লুকাননি। তবে দুই দেশের দুই শীর্ষ নেতৃত্বের এমন আশাবাদে বাস্তবতার প্রতিফলন কতটা হবে, তা নিয়ে শঙ্কা আছে অনেকের। সৌদি আরবের লক্ষ্য উদ্ভাবন ও নিরাপত্তা : মোহাম্মদ বিন সালমানের শাসনাধীন সৌদি আরব ২০২১ সালে কাতারের সঙ্গে সম্পর্কের উন্নতি করেছে। চীনের মধ্যস্থতায় আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। দুই দেশ পরস্পরের রাজধানীতে আবার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের অবসান করতে চাইছে সৌদি। সূত্র: বিডি প্রতিদিন্

Nagad

আরও ১০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্রি

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মধ্য আমেরিকার নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন প্রশাসনের ওপর যুক্তরাষ্ট্র এই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন।শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।আন্তর্জাতিক ও নিকারাগুয়ার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুদিন ধরে ওর্তেগা প্রশাসনের বিরুদ্ধে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সংবাদমাধ্যম, ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চের যাজকদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ জানিয়ে আসছে। সূত্র: যুগান্তর

নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন প্রশাসনের ১০০ কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আন্তর্জাতিক ও নিকারাগুয়ার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুদিন ধরে ওর্তেগা প্রশাসনের বিরুদ্ধে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সংবাদমাধ্যম, ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চের যাজকদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ জানিয়ে আসছে। সেসব অভিযোগ আমলে নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবারের ব্রিফিংয়ে জানিয়েছেন ব্লিনকেন। সূত্র: সমকাল

ঐতিহাসিক চুক্তিতে সম্মত সৌদি আরব ও ইসরায়েল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস ধরে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও ইসরায়েলের কূটনীতিকদের মধ্যে। অবশেষে দুই দেশই ঐতিহাসিক এক চুক্তি করতে সম্মত হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই চুক্তি চূড়ান্তের পথে আছে বলে নিশ্চিত করেছেন।তাঁর মতে, এটি হতে যাচ্ছে শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় ঐতিহাসিক চুক্তি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর ডয়চে ভেলের। সূত্র: আজকের পত্রিকা ।

নিউইয়র্কে ভারী বর্ষণে বন্যা, জরুরি অবস্থা জারি

টানা বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বড় একটি অংশ ডুবেছে। দেখা দিয়েছে বন্যা।স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বৃষ্টি না কমায় বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে নিউইয়র্কে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউ ইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে গেছে। ফুটপাত তলিয়ে গেছে। বৃষ্টি কমছে না বলে পানি নামতে পারছে না। সূত্র: ইত্তেফাক

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর নিখোঁজ ২৫০০ অভিবাসনপ্রত্যাশী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাসী নিহত বা নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির। জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি লোককে মৃত বা নিখোঁজ হিসেবে গণ্য করা হয়েছে। নিহত বা নিখোঁজ অভিবাসীদের এই সংখ্যা ২০২২ সালের একই সময়ের চেয়ে ১ হাজার ৬৮০ জন বেশি। রুভেন মেনিকদিওয়েলা যোগ করেন, জনগণের মনোযোগ থেকে দূরে স্থলেও অনেকে প্রাণ হারিয়েছে। সূত্র: আজকের পত্রিকা ।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে ২ অভিবাসী নিহত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে ২ অভিবাসী নিহত হয়েছেন। সীমান্তের মেক্সিকান অঞ্চলে এ গোলাগুলি ঘটে বলে জানিয়েছেন দেশটির জাতীয় অভিবাসন ইনস্টিটিউট। খবর আলজাজিরা।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরের মেক্সিকোতে এ ঘটনা ঘটে। এতে দুজন নিহত ছাড়াও আরও তিনজন আহত অবস্থায় উদ্ধার করেছে জরুরি উদ্ধারকর্মীরা। এ ছাড়া অক্ষত ছিলেন আরও নয়জন।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সীমান্তবর্তী বাজা ক্যালিফোর্নিয়ার নিকটবর্তী টিকেট শহরে চুচুমা পাহাড়ে ১৪ জনের একটি দলকে খুঁজে পায়। তবে উদ্ধারকর্মীরা পাহাড় বেয়ে তাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে দুজনের মৃত্যু হয়। মেক্সিকোর এ পাহাড়টি একটি আদিবাসী গোষ্ঠীর তীর্থস্থান হিসেবে পরিচিত। তবে এলাকাটিতে মানবপাচারকারীদের আনাগোনা রয়েছে। সূত্র: কালবেলা

সম্পর্কে তাল রেখে তদন্তে জোর

কানাডার নাগরিক ও সেখানকার শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি ব্যাপক টানাপোড়েন চলছে কানাডা ও ভারতের মধ্যে। দুই দেশের চরম উত্তেজনার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে। গত বৃহস্পতিবারের এ বৈঠকে কানাডা ইস্যুতে দুই নেতার আলোচনা হয়েছে কি না তা স্পষ্ট নয়। একইদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বক্তব্যে অবশ্য ভারতের প্রতি নমনীয় সুর লক্ষ করা গেছে। কানাডার সঙ্গে উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন যখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের দিকে তাকিয়ে। কারণ গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের নাগরিক নিজ্জর হত্যায় ভারতকে অভিযুক্ত করেছেন।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্লিঙ্কেন ও জয়শঙ্করের মধ্যকার বৈঠকের বিস্তারিত তুলে ধরতে অস্বীকৃতি জানান। তিনি কেবল বলেন, ওয়াশিংটন দিল্লিকে তদন্তে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’একই দিন অর্থাৎ বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে দেওয়া এক ভাষণে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক ইস্যুতে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, তার দেশ ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করতে আগ্রহী, তবে হরদীপ হত্যাকাণ্ডের তদন্তের ক্ষেত্রে কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। সূত্র: দেশ রুপান্তর

যেকোনো মুহূর্তে চমকে দিতে পারে প্রজ্ঞান, সুখবর দিলেন ইসরো প্রধান

চাঁদে সফল অবতরণের পর দেখতে দেখতে অনেক দিন কাটিয়ে ফেলল ভারতের চন্দ্রযান-৩। চাঁদের বুকেই স্লিপ মুডে রয়েছে ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’। এই দুটি মেশিনকে একাধিকবার সক্রিয় করার চেষ্টা চালিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। কিন্তু কোনো সাড়া দেয়নি। কিন্তু এখন এর থেকে কিছুটা আশার আলো দেখা গিয়েছে।ইসরোর প্রধান এস সোমনাথ জানান, রোভার ‘প্রজ্ঞান’ প্রত্যাশিত কাজ করেছে। বর্তমান স্লিপ মুড থেকে জেগে উঠতে ব্যর্থ হলেও কিন্তু এটি আরও ভালো করবে।তিনি আরও বলেন, জাতীয় মহাকাশ সংস্থা এখন এক্সপোস্যাট বা এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্র: ঢাকা পোস্ট