আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

দুই নদী পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের
হাওর এলাকার গ্রামটির নাম গোড়াদিঘা। শুষ্ক ও বর্ষা—দুই মৌসুমেই গ্রামটিতে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গ্রামটিতে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। পঞ্চম শ্রেণির পর পড়তে চাইলে দুটি নদী পেরিয়ে দূরের গ্রামে যেতে হয় গ্রামের শিক্ষার্থীদের। মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতে দিনে সময় লাগে ২ ঘণ্টা, খরচ হয় ৮০ থেকে ১০০ টাকা। এতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির পর ঝরে পড়ে। ছেলেশিশুদের ঢুকে যেতে হয় কাজে। মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়। এমন পরিস্থিতিতে আজ শনিবার পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস। এবারের প্রতিপাদ্য ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’।বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২২ সালের প্রতিবেদন অনুসারে, দেশে মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা (ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা বাদে) ১৮ হাজার ৯০৭। মোট শিক্ষার্থীর সংখ্যা ৮৮ লাখ ৮৯ হাজারের বেশি। মোট শিক্ষার্থীর প্রায় ৫৫ শতাংশ মেয়ে।নিকলী উপজেলায় ১টি নিম্নমাধ্যমিক ও ৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি দাখিল মাদ্রাসা আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রায় ১১ হাজার। সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিবেদন
ধীরগতির শীর্ষ তিন শহর বাংলাদেশের

বুধবার বিকেল ৩টা ২৫ মিনিট। ঘটনাস্থল রাজধানীর ফুলবাড়িয়া। মাথার ওপর কড়া রোদ। বাসের অপেক্ষায় ইকবাল হোসেন। যাবেন কুড়িল বিশ্বরোড। যাত্রীর চাপে তিনটি বাসে উঠতে পারেননি। ২৫ মিনিট পর উঠলেন আকাশ পরিবহনের বাসে। গাদাগাদিতে দম নিতেও কষ্ট হচ্ছিল।যানজটে বাস এগোচ্ছিল একটু একটু করে। গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন হয়ে কাকরাইল পৌঁছাতেই লেগে যায় ৫০ মিনিট। অথচ হেঁটেই ১৫ মিনিটে এটুকু পথ পাড়ি দেওয়া যায়। ঢাকাশুধু ইকবাল হোসেন নন, ঢাকা শহরের সড়কে চলাচলকারী প্রায় সব মানুষেরই যানজট নিয়ে নিয়মিত অভিজ্ঞতা একই রকম। সূত্র: কালের কণ্ঠ

কী হচ্ছে খালেদা জিয়ার
স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে নিতে নতুন আবেদন, আইনমন্ত্রী বললেন অল্প সময়ে সিদ্ধান্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাল মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়, চার দেশে চিকিৎসার খোঁজখবর পরিবারের

দেড় মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে জোর তৎপরতা চলছে। এ ব্যাপারে আগামীকালই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর চিকিৎসকরা বলছেন, দেশে তাঁর চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আন্দোলন করে যাচ্ছে দলটি। ইতোমধ্যে এ নিয়ে বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটামও শেষ হয়ে গেছে। চিকিৎসার জন্য স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন আবেদন করেছে তাঁর পরিবার। সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। খালেদার বিদেশে চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে এর আগে বারবার নেতিবাচক সিদ্ধান্ত এলেও এবার বিএনপি ও খালেদা জিয়ার পরিবার আশাবাদী। এরই মধ্যে চিকিৎসার জন্য চারটি দেশে খোঁজ নিচ্ছে পরিবার ও তাঁর দল। সব মিলিয়ে জনমনে প্রশ্ন উঠেছে- কী হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। তিন দিনের টানা ছুটি শেষে আগামীকাল খুলছে সরকারি দফতর। এ ব্যাপারে আগামীকালের প্রতি নজর তাঁর দল ও পরিবারের।
আবার সিসিইউতে খালেদা জিয়া : চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। গতকাল বিকাল ৫টা ১০ মিনিটের দিকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত তলা থেকে চারতলায় সিসিইউতে নেওয়া হয়। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তাঁর অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে মেডিকেল বোর্ড সুপারিশ করেছে, দ্রুত তাঁর লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। সেজন্য তাঁকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। সূত্র: বিডি প্রতিদিন ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন
রাজনীতির গতি-প্রকৃতি অক্টোবরেই নির্ধারণ
ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর সঙ্গে একই অনুষ্ঠানে হোয়াইট হাউজের কর্মকর্তা

Nagad

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির গতি-প্রকৃতি অক্টোবরেই নির্ধারিত হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে পর্দার আড়ালে বিভিন্ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে আলাপ-আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোয়াইট হাউজের এক বা একাধিক কর্মকর্তা। সেখানে তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়েছে কিনা জানা যায়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের মধ্যে কোনো আলোচনা হয়ে থাকলে তা হবে খুব তাৎপর্যপূর্ণ। এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর বিষয়েও অগ্রগতি হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীর ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনি দিক খতিয়ে দেখতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকার বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। সরকারের অনুমতি পেলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি পাঠানো হতে পারে। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি রাজনীতিতে ‘গেমচেঞ্জার’ হতে পারে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। অপরদিকে, ডলার সংকটসহ দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে ভোটের পরের পরিস্থিতি নিয়েও পর্যবেক্ষক মহলে আলোচনা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। ওই অনুষ্ঠানে হোয়াইট হাউজের এক বা একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যুগান্তরকে বলেন, ‘আমরা কোনো আলোচনা করতে এখানে আসিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে তার জন্মদিন উদযাপন করেছেন।’ বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত আর কিছু বলেননি। ধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভার্জিনিয়ায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় আছেন। সেখানে ছেলের সঙ্গে জন্মদিন উদযাপনের পর ৪ অক্টোবর নাগাদ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সজীব ওয়াজেদ জয়ের অবস্থান সম্পর্কে কোনো কোনো মহলের সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সংসদ-সদস্য মুহাম্মদ এ আরাফাত ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন যে, জয় ভার্জিনিয়ায় তার নিজের বাসায় মায়ের সঙ্গে আছেন। সূত্র: যুগান্তর

ভিসানীতি নিয়ে প্রবাসীদের প্রতিক্রিয়া
রাজনীতিবিদদের কারণেই ক্ষুণ্ন হচ্ছে দেশের ভাবমূর্তি

যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। যারা আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি করেন বা সমর্থক তারা একে অন্যকে দুষছেন। কিন্তু সাধারণ প্রবাসীরা বলছেন, ভিসানীতির জন্য দায়ী রাজনীতিবিদরা। তাদের কারণেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এখানে উল্লেখ্য, গত ২২ এপ্রিল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা এ ধরনের বিষয়ে জড়িত থাকা অন্যদেরও ভবিষ্যতে এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচনা করা হতে পারে। এর আগে, গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি নতুন ভিসানীতি ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাকস্বাধীনতায় যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা বিধি-নিষেধ দেওয়া হতে পারে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রবাসীরাও উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছেন। তারা বলছেন, রাজনীতিকদের এক টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারেননি। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তও তাদের টনক নাড়াতে পারেনি। যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিধি-নিষেধ কার্যকর হওয়া শুরু হয়েছে। তারা বলেছেন, এই বিধি-নিষেধ দেশের জন্য লজ্জাজনক। এজন্য দায়ী রাজনীতিবিদরা। সূত্র: ইত্তেফাক

এক রাতে দুই এমপির মৃত্যু

সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা (৮৪) এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উকিল আব্দুস সাত্তার ভূঞা। একই হাসপাতালে আধা ঘণ্টা পর রাত সাড়ে ৩টায় মারা যান একেএম শাহজাহান কামাল।আব্দুস সাত্তার ভূঞার একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। শনিবার ভোর ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার প্রথম জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ তার নির্বাচনী এলাকা সরাইলে নেওয়া হবে।’ সূত্র: সমকাল

বাজারদরসরকারের বেঁধে দেওয়া দামে তোয়াক্কা নেই, মাছ-সবজি সবই চড়া

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কয়েক মাস ধরে কমতির দিকে। সে অনুযায়ী দেশের খুচরা বাজারে দাম অনেক বেশি। পাইকারি বাজারে কিছুটা কমলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে সরকারিভাবে নির্ধারিত দামের বেশি। খোলা সয়াবিন তেল রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকার বেশি দামে। সরকার-নির্ধারিত দাম ১৫৯ টাকা। প্রতি কেজি চিনির সরকার-নির্ধারিত দাম খোলা ১৩০ টাকা এবং প্যাকেট ১৩৫ টাকা। রাজধানীর খুচরা বাজারে খোলা চিনিই বিক্রি হচ্ছে ১৩২-১৩৫ টাকায়।ইলিশের বাজার এমনিতেই চড়া। ইলিশের ভরা মৌসুমের শেষ সময়ে এবার দাম আরও বাড়ল। রাজধানীর বিভিন্ন মাছবাজারে আগের চেয়ে ২০০-৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। অন্যান্য মাছেরও দাম বেড়েছে কেজিপ্রতি ৫০-১০০ টাকা। কয়েক দিন ধরে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন ও মরিচ। মুরগি ও ডিমের দামও চড়াই আছে। ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম সরকার নির্ধারণ করে
দিলেও অধিকাংশ ব্যবসায়ীই তা মানছেন না। সূত্র: আজকের পত্রিকা।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিউইয়র্ক শহরের বিভিন্ন এলাকা

শক্তিশালী ঝড়ের প্রভাবে অতিবৃষ্টি এবং সেখান থেকে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যার কারণে নিউইয়র্ক শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের কয়েকটি সাবওয়ে সিস্টেম, রাস্তা ও হাইওয়েতে পানি উঠে গেছে। অতিরিক্ত পানির কারণে শুক্রবার লা গার্ডিয়ান বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী শুক্রবার শহরের কিছু কিছু অংশে ৮ ইঞ্চি/২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি পড়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর শুক্রবার নিউইয়র্ক শহরসহ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ – যেটি আগে টুইটার হিসেবে পরিচিত ছিল – নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল পোস্ট করেন – “এই ঝড় ভয়াবহ, জীবনের জন্য হুমকি স্বরুপ। অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় নিউইয়র্ক, লং আইল্যান্ড ও হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা জারি করছি।” সূত্র্র: বিবিসি বাংলা।

‘বিরোধীদল ও যুক্তরাষ্ট্র মিলে সেনাসমর্থিত সরকারের চেষ্টা করবে’

বিরোধীদল ও যুক্তরাষ্ট্র মিলে দেশে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার নয়, সেনাসমর্থিত সরকার গঠনের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।দেশে বিরোধীদল ও পশ্চিমারা মিলে আবারও সেনা সমর্থিত সরকার গঠন করতে পারেন এমন অনুমান করছেন আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘দেশে একটা অচল অবস্থা সৃষ্টি হবে। সেটা বিএনপি এবং পশ্চিমা বৃহৎশক্তিগুলো করবে। তার ফলে জরুরী অবস্থায় সরকার গঠনের সুযোগ হবে। তবে তখন কেয়ারটেকার সরকার হওয়ার সম্ভাবনা একেবারে কম আমি মনে করি। আমেরিকান চাপ অনুযায়ী রাষ্ট্রপতি কিছু লোককে উপদেষ্টা মন্ত্রী করে একটা কেয়ারটেকার সরকার করবেন।’ আসন্ন জাতীয় নির্বাচন যখন এগিয়ে আসছে তখন তিনি বলছেন বিদেশি প্রভাব ও দেশের মধ্যে রাজনৈতিক ঘটনাপ্রবাহ মিলে সঠিক সময়ে নির্বাচন হবে না বলে জানান তিনি। সূত্র: কালবেলা

অপেক্ষায় খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই গুরুতর। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। আবেদনটি এখন আইন মন্ত্রণালয়ে আছে। গতকাল রাত ৮টা পর্যন্ত তাকে অনুমতি দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে খালেদা জিয়ার একান্ত সহকারী জানিয়েছেন। পাশাপাশি সরকারের অনুমতি পেলে দ্রুততম সময়ে তাকে বিদেশে নিতে ভিসা-প্রক্রিয়া শুরু থেকে এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নিয়েছেন পরিবারের সদস্যরা। সরকারের সবুজ সংকেত না পাওয়ায় ভিসা করানো যাচ্ছে না।গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য জার্মানির পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালের খোঁজখবর নিচ্ছেন যুক্তরাজ্যে অবস্থানরত খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। শারীরিক অবস্থা বেশি খারাপ থাকলে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে অন্য দেশে নেওয়া হবে। সেলিমা ইসলাম বলেন, ‘আমার বোন হেঁটে জেলে গেলেন। জেলে থাকাবস্থায় অসুস্থ হলে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এরপর করোনার কারণে সরকার তাকে দুটি শর্তে মুক্তি দেয়। তখন থেকেই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করে আসছি। কিন্তু এখন পর্যন্ত সরকার তাকে মুক্তি দেয়নি। বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না পারায় দিনের পর দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এখন মৃত্যুর সঙ্গে লড়ছে আমার বোন।’ সূত্র: দেশ রুপান্তর