নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি : সিইসি

রাজশাহী সংবাদদাতা:রাজশাহী সংবাদদাতা:
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

আজ বুধবার (২০ ডিসেম্বর) রাজশাহী সার্কিট হাউসে জেলার ছয়টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রার্থীসহ আমরা সবাই মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররাও আসবেন। এই বিশ্বাস ও প্রত্যয় আমাদের আছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) রাজশাহী সার্কিট হাউসে জেলার ছয়টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না। তবে নির্বাচন কমিশনের বিশ্বাস আছে, ভোটাররা আসবে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠক দুই ঘণ্টা ধরে চলে। সভায় জেলার ছয়টি আসনের প্রার্থীরা ছাড়াও নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, সচিব জাহাংগীর আলমসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রার্থীরা নিজেদের আসনের বিভিন্ন সমস্যার কথা প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন। প্রধান নির্বাচন কমিশনার এসব সমস্যা দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। একই সাথে তিনি নির্বাচনি আচরণবিধি মেনে চলতে সকল প্রার্থীকে আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার পরে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Nagad

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।