ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৩ যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি:জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

জামালপুর সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ভারুয়াখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দিনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অটোরিকশাটি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Nagad