সাভারে ৪ মাদক ব্যবসায়ী আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৩৩০ পুরিয়া হেরোইন ও ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ।

এর আগে সোমবার (২২ জানুয়ারি) রাতে আমিনবাজারের হিজলাঘাট ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সাভারের আমিনবাজার বেগুনবাড়ী এলাকার মৃত বাবুল দেওয়ানের ছেলে মিঠুন দেওয়ান ওরফে তানভীর (৩৪), মাদারীপুর জেলার শিবচর থানার চর বাচামারা এলাকার মৃত ওহাব উদ্দিনের ছেলে আফছু ওরফে আফছার (৩৩), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকার বাবুল আহমেদের ছেলে মহিউদ্দিন কাজল (৩৫) ও সাভারের সলমাসি কলাতিয়াপাড়া এলাকার আলী আজগর মাদবরের ছেলে সেলিম মাদবর (৩৫)।

পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হিজলাঘাট ব্রীজ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩৩০ পুরিয়া হেরোইন ও ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Nagad

আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে ডিএমপি দারুস সালাম সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।