বানারীপাড়ায় লগি বৈঠার তাণ্ডবে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ

বানারীপাড়ায় উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের লগি বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ অক্টোবর) বিকাল চার টায় বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বানারীপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, বাইতুল মাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আঃ জলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব, পৌরসভা জামাতের আমির কাওসার হোসাইন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাও. আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাসিবুল ইসলাম প্রমুখ।