ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্টি ফার্স্টে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখ বন্ধ থাকবে।
এ সময় শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিক) প্রবেশ করতে পারবে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সময়ের মধ্যে ক্যাম্পাসে কোন ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস বা বিস্ফোরক দ্রব্য বহন ও ফোটানো যাবে না।