জাতীয় নাগরিক কমিটির সদস্যসংখ্যা বেড়ে ১৮৮
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে নতুন করে আরও ৪১ জন যুক্ত হয়েছেন, ফলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সম্প্রসারণ প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে নতুন করে আরও ৪১ জনকে কেন্দ্রীয় সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে, যার ফলে কমিটির মোট সদস্য সংখ্যা ১৮৮ জনে পৌঁছেছে।
এর আগে, গত ২৭ ডিসেম্বর সংগঠনটির ৩৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন আলাউদ্দীন মোহাম্মদ, ডা. তাজনূভা জাবীন, ফয়সাল আহমেদ শান্ত, মুহাম্মদ হাসান আলী, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ডা. মো. আব্দুল আহাদ, জাবেদ রাসিন, অলীক মৃ, ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সারোয়ার তুষার, অনিক রায়, মাজহারুল ইসলাম ফকির, মাহবুব আলম (মাহির), নাহিদা সারোয়ার চৌধুরী, এস এম শাহরিয়ার, মশিউর রহমান, মোহাম্মদ মিরাজ মিয়া, আলী আহসান জুনায়েদ, ডা. তাসনিম জারা, মনিরা শারমিন, আব্দুল্লাহ আল আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, ড. আতিক মুজাহিদ, মো. নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম আদীব, রাফে সালমান রিফাত, মুশফিক-উস-সালেহীন, আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, সালেহ উদ্দিন সিফাত, আশরাফ উদ্দিন মাহদি, আকরাম হুসাইন সিএফ, সারজিস আলম, সামান্তা শারমিন, আখতার হোসেন ও মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী।