গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
গণতন্ত্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “কেউ যদি জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার গঠন করতে ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।”
বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


দেশের রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, “এটা ঐতিহাসিক পরিবর্তন। ফ্যাসিবাদের গ্রাস থেকে জাতি মুক্তি পেয়েছে। যারা অকুণ্ঠচিত্তে বুলেট বুকে ধারণ করেছেন, জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই ও তাদের জন্য প্রার্থনা করি।”
তিনি আরও বলেন, “পরিবর্তনের পর জনগণ আশা করেছিল জীবনযাত্রার মান উন্নত হবে। কিন্তু বাস্তবে দ্রব্যমূল্য কিছুটা কমার পর আবার বেড়ে গেছে। কৃষকরা ন্যায্যমূল্য পাননি, তারা সবসময় অবহেলিত থেকে গেছেন।”
বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন—বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র, মানবাধিকার, এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে মতামত দেন।