শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মুক্তির অনুমতি পেল, কাটছাঁটের পর ছাড়পত্র
ঈদে মুক্তির জন্য প্রস্তুত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা, কিছু দৃশ্যে আপত্তি থাকার কারণে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ফেরত আসার পর, অবশেষে সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। মঙ্গলবার দুপুরে ছবিটি আবার সিনেমা বোর্ডের কাছে জমা দেওয়া হলে, সেটি কাটছাঁটের পর মুক্তির অনুমতি পায়।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সিনেমার কিছু দৃশ্য সংশোধন করা হয়েছে, যা ছবির সৃজনশীলতা ঠিক রেখে সামঞ্জস্যপূর্ণ ছিল।”


এর আগে, ‘বরবাদ’ সিনেমার মুক্তি নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে ছবির পরিচালক মেহেদী হাসান দৃশ্যের মধ্যে পরিবর্তন করে শর্ত পূরণ করেন। সিনেমাটির একাধিক ভক্ত সার্টিফিকেশন বোর্ডের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারা ছবির আনকাট ছাড়পত্রের দাবি জানাচ্ছিলেন।
এ ছবির মধ্যে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন অভিনেত্রী ইধিকা পাল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত, এবং বিশেষ একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।