বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ায় গেলেন কিম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ায় গিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্যক্তিগত ওই ট্রেনে করে রাশিয়ায় প্রবেশ করেন তিনি। এরই মধ্যে কিম-কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন পুতিন।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এক প্রতিবেদনে এইসব খবর নিশ্চিত করেছে। এর আগে রুশ নিউজ এজেন্সি ইন্টারফেক্স জানায়, যেকেনো সময় রাশিয়ায় সফরে আসছেন কিম।

বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, রাশিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জাপানের মিডিয়া আউটলেট জেএনএন জানিয়েছে, কিম জং উন রাশিয়ার খাসান সীমান্ত স্টেশনে পৌঁছেছেন।

এর আগে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) নিশ্চিত করে, একটি সামরিক ট্রেনে করে রাশিয়ার উদ্দেশে রওনা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তার সাথে উত্তর কোরিয়ান সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।

গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই কিম জং উনের প্রথম আন্তর্জাতিক সফর। করোনা মহামারীর কারণে এতদিন তিনি দেশের বাইরে যাননি। চার বছর আগে ২০১৯ সালে ট্রেনে রাশিয়া ভ্রমণ করেছিলেন কিম।

Nagad

সারাদিন/১২ সেপ্টেম্বর/এমবি