আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

‘কাশ্মীর ফাইলস’ নিয়ে ভারতে আবার বিতর্ক

কাশ্মীর নিয়ে তৈরি চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ভারতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর সূত্রপাত ইসরায়েলি পরিচালক নাদাভ লাপিদের বক্তব্য কেন্দ্র করে। সম্প্রতি ভারতের আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক ছিলেন ইসরায়েলি এই পরিচালক। এ সময় তিনি বলেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ একটি প্রচারমূলক, কুরুচিপূর্ণ চলচ্চিত্র, যা মর্যাদাপূর্ণ একটি চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো উচিত হয়নি। এর প্রতিক্রিয়ায় চলচ্চিত্রটির অভিনেতা, অভিনেত্রী ও হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন পরিচালক নাদাভ লাপিদ ও ইসরায়েলকে সামাজিক মাধ্যমে কড়া ভাষায় আক্রমণ করেছেন। চলতি বছরের মার্চ মাসে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্রটি ভারতে মুক্তি পায়। এই চলচ্চিত্রে দেখানো হয় নব্বইয়ের দশকে কাশ্মীরে কীভাবে ব্রাহ্মণ পণ্ডিতদের ওপর আক্রমণ নেমে আসে। চলচ্চিত্রটিতে সরাসরি বলা হয়, এই আক্রমণের জন্য কাশ্মীরের মুসলমান সমাজ ও বিচ্ছিন্নতাবাদী নেতৃত্ব দায়ী; যারা সংগঠিতভাবে হিন্দুদের আক্রমণ ও হত্যা করে তাদের কাশ্মীর ছাড়তে বাধ্য করে। সূত্র: প্রথম আলো

চীনে লকডাউন বিরোধী বিক্ষোভ
পুলিশের ভয়ে বিক্ষোভকারীরা ঘরে
বিক্ষোভকারীদের খুঁজে খুঁজে বের করছে। ছাত্রাবাস বন্ধ বিশ্ববিদ্যালয় ছুটি * রাস্তার ৩০০ ফুটের মধ্যে ১২টি পুলিশের গাড়ি। অর্থাৎ প্রতি ২৫ ফুট পর একটি পুলিশভ্যান

টানা তিন বছরের রাগে-ক্ষোভে ফুঁসে ওঠা বিক্ষোভ তিন দিনেই ঠান্ডা করে ফেলল চীনের পুলিশ।ভেতর ভেতর সাপের মতো ফোঁসফাঁস করলেও বাইরেরটা শান্ত ছেলের মতো পুরোপুরি ঠান্ডা। বিক্ষোভ থেমে গেছে। ‘রাতারাতি’ থামিয়ে ফেলেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই একজন বিক্ষোভকারীও দেখা যায়নি চীনের কোনো অঞ্চলেই। রাস্তায় শুধু পুলিশ আর পুলিশ। শত শত পুলিশে ছেয়ে গেছে রাজধানীসহ বিক্ষুব্ধ ২০ অঞ্চলের রাজপথ। রাতারাতি ঘরে ঢুকে গেছেন বিক্ষোভকারীরা। বিবিসি, সিএনএন, এপি।জিরো কোভিডের বিপক্ষে আন্দোলনে নেমেছিল চীনবাসী। গত এক দশকে এমন দুঃসাহস কেউ দেখায়নি। ভুলের মাশুল এখন দিতে হচ্ছে বিক্ষোভকারীদের। লকডাউনবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সবাইকেই জিজ্ঞাসাবাদ করছে চীনের পুলিশ। খুঁজে খুঁজে বের করা হচ্ছে কারা ছিল দোর্দণ্ডপ্রতাপশালী কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে। ফোন করে ডাকা হচ্ছে থানায়। কেন নেমেছিল রাস্তায়-লিখিত জবাবদিহি দিতে হচ্ছে। সূত্র: যুগান্তর।

পূর্ব দিকে শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে বৈঠকে ন্যাটোর মন্ত্রীরা
রুমানিয়ায় ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

কৃষ্ণ সাগরের তীরবর্তী তথা জোটের পূর্বদিকের দেশগুলোর নিরাপত্তায় সমর্থন জানাতে রুমানিয়ায় বৈঠকে বসেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই বৈঠক আজ বুধবার পর্যন্ত চলবে। পূর্ব দিকে জোটের শক্তি আরো বৃদ্ধি করা হবে মন্ত্রীদের অন্যতম প্রধান আলোচ্য।ন্যাটো বলছে, রাশিয়া পশ্চিমাদের মিত্র প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণের পর জোটের পূর্বদিকের দেশগুলোর নিরাপত্তার প্রয়োজন বেড়েছে।ন্যাটোর নতুন পরিকল্পনার অংশ হিসেবে এ অঞ্চলের স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রুমানিয়ায় ন্যাটোর চারটি নতুন সেনাদল মোতায়েন করা হয়েছে। গত জুনে স্পেনের মাদ্রিদে জোটের সম্মেলনে সেনাসংখ্যা বাড়ানোর কথাও জানানো হয়। সূত্র: কালের কণ্ঠ

Nagad

নিজস্ব মহাকাশ স্টেশনে আরও তিন নভোচারী পাঠাল চীন

নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে তিন নতুন নভোচারীকে পাঠিয়েছে চীন। গোবি মরুভূমি থেকে মঙ্গলবার শেনঝো-১৫ নভোযানে করে তারা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন। মহাকাশে নিজেদের স্টেশনে থাকার জন্য দেশটির এটাই প্রথম নভোচারী পাঠানোর ঘটনা।
সেখানে ছয় মাস থাকবেন এই তিন নভোচারী। পরে তাঁরা ফিরে এলে আবার নতুন নভোচারীদের সেখানে পাঠানো হবে। এর আগে চলতি বছরের জুনে তিয়ানগংয়ে গিয়েছিলেন তিন নভোচারী। এখন তারা ফিরে আসবেন। কক্ষপথে থাকা দুটি স্টেশনের একটি তিয়ানগং। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ কার্যক্রম থেকে চীনকে বাদ দেওয়া হলে মহাকাশে নিজস্ব স্টেশন তৈরির দিকে নজর দেয় চীন। সূত্র: সমকাল

সক্রিয় হয়ে উঠল বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি

বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়ায়। চার দশক পর ফের সক্রিয় হয়ে উঠেছে। আগ্নেয়গিরিটির অবস্থান আমেরিকার হাওয়াইতে। রবিবার রাতে আগ্নেয়গিরিটিতে লাভা উদ্গিরণ শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে রয়েছে। আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। সোমবার মার্কিন ভূতাত্ত্বিক প্রতিষ্ঠান (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, পরিস্থিতি যে কোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তবে এখন পর্যন্ত আশপাশ এলাকার লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়নি। ইউএসজিএস জানিয়েছে, ১৮৪৩ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা উদ্গিরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৯৮৪ সালে আগ্নেয়গিরিটি থেকে টানা ২২ দিন লাভা উদ্গিরণ হয়েছিল। ওই সময় আগ্নেয়গিরি থেকে ৭ কিলোমিটার দূরে হিলো শহরে লাভা ছড়িয়ে পড়েছিল। সূত্র: বিডি প্রতিদিন।

ভারতে পাইকারি বিতরণ ব্যবসাও বন্ধ করছে অ্যামাজন

ভারতে পাইকারি বিতরণ ব্যবসাও বন্ধ করে দিচ্ছে অ্যামাজন। বার্ষিক পরিচালন কার্যক্রম পর্যালোচনা এবং খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্টটি। এর আগে বেঙ্গালুরুতে খাদ্যসরবরাহ ব্যবস্থা এবং স্কুল লার্নিং প্লাটফর্মের কার্যক্রমও বন্ধের ঘোষণা দেয় অ্যামাজন। ইন্ডিয়া টুডের খবর অনুসারে, অ্যামাজনের পাইকারি পণ্য বিতরণ ব্যবসা বেঙ্গালুরু, মাইসুরু ও হুবলি শহরে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি ছোট ব্যবসাগুলোকে সহায়তায় স্থানীয় দোকান যেমন কিরানা স্টোর, ফার্মেসি ও ডিপার্টমেন্ট স্টোরে সরাসরি পণ্য বিতরণ করে।মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি বিশ্ব অর্থনৈতিক মন্দার আশঙ্কায় ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বড় ধরনের কর্মী ছাঁটাই করছে অ্যামাজন। একটি বিবৃতিতে সংস্থাটি নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানটি বার্ষিক পরিচালন কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে পাইকারি বিতরণ ব্যবসা অ্যামাজন ডিস্ট্রিবিউশন বিভাগটি বন্ধ করে দেবে। আগামী ২৯ ডিসেম্বর পরিষেবাটি বন্ধ হয়ে যাবে।এ নিয়ে ভারতে তৃতীয় ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে অ্যামাজন- সূত্র: বণিক বার্তা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাগানে বসাতে কেনা হলো ১৩ লাখ পাউন্ডের ভাস্কর্য, সমালোচনার ঝড়

বহুল সমাদৃত এক ইংরেজ শিল্পীর ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য কিনতে ১৩ লাখ পাউন্ড ব্যয় করেছে যুক্তরাজ্য সরকার। জনগণের অর্থে এই বিপুল ক্রয়ের পর ভাস্কর্যটি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাগানে বসাতে ১০নং ডাউনিং স্ট্রিটের ঠিকানায় পাঠানো হয়। যুক্তরাজ্য যখন সবচেয়ে দীর্ঘকালীন মন্দার মুখে, তখন এই কাজটি সরকারের অমিতব্যয়ী, বিলাসী পদক্ষেপ বলে সমালোচনার ঝড় উঠেছে দেশটিতে। খবর এনডিটিভির -‘ওয়ার্কিং মডেল ফর সিটেড ওম্যান’ নামক ভাস্কর্যটির শিল্পী হেনরি ম্যুর। ১৯৮০’র দশকে গড়া এই বিমূর্ত শিল্পকর্মটি নিলামসংস্থা ক্রিস্টির কাছ থেকে সরকারি শিল্প সংগ্রহশালা কিনেছে বলে ধারণা করা হচ্ছে।সংগ্রহশালাটি জনগণের করের অর্থে পরিচালিত। আর যুক্তরাজ্যের জনগণ বর্তমানে চড়া মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান গৃহস্থালি ব্যয় ও সরকারি সহায়তার নানান দিক কমে আসার মতো নানামুখী চাপে পিষ্ট। এই অবস্থায়, প্রধানমন্ত্রীর বাগানের শোভাবর্ধণে এত ব্যয় কেন!– সঙ্গতকারণেই সে প্রশ্ন উঠছে। ব্রিটিশ দৈনিক দ্য সানকে একজন শিল্প বিশেষজ্ঞ বলেন, ‘বসে থাকা নারীদের নিয়ে ম্যুর যে ভাস্কর্যগুলি করেছেন– এটি নিঃসন্দেহে তার চমৎকার একটি উদাহরণ। কিন্তু, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি কেনাকে জনগণের অর্থের অমিতব্যয় হিসেবেই মনে করা হচ্ছে’। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পিটবুল পুষতে গিয়ে

বাড়িতে পোষার জন্য একটা পিটবুল কিনে এনেছিলেন অ্যাঞ্জেলো। অদ্ভুত দর্শন পিটবুলটি কিনতে পেরে যারপরনাই খুশি ছিলেন তিনি।
পৃথিবীর ভয়ংকর কুকুরগুলোর মধ্যে পিটবুল অন্যতম। এগুলোকে ভালোভাবে প্রশিক্ষণ দিতে না পারলে মানুষের ওপর আক্রমণ করে এরা। পিটবুলের আক্রমণে হতাহতের ঘটনাও নেহাত কম নয়। তারপরও অ্যাঞ্জেলো এটিকে যথাযথ প্রশিক্ষণ দেয়ার জন্য প্রস্তুত ছিল। সব কিছুই ঠিকমতো চলছিল। তবে বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনাটি ঘটল মাত্র সপ্তাহ তিনেক পরই। হজমের সমস্যা হওয়ায় পোষা কুকুরটিকে তিনি পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এটিকে পরীক্ষা করেই চিকিৎসক কোনো কথা না বলে পুলিশে ফোন দিলেন। বিস্মিত অ্যাঞ্জেলোকে আরও বিস্মিত করে দিয়ে ভেটেরিনারিয়ান জানালেন, এটি একটি বাঘ। সূত্র: দৈনিক বাংলা।

চীনে বিক্ষোভ ঝিমিয়ে পড়ছে, পুলিশ লেগেছে আন্দোলনকারীদের পেছনে

চীনে গত শনি-রোববার কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে হওয়া বিক্ষোভগুলোতে যারা অংশ নিয়েছিলেন – তাদের অনেকে বলছেন যে তারা পুলিশের কাছ থেকে ফোন পেয়েছেন। রাজধানী বেজিংএর বেশ কয়েকজন বলেছেন, পুলিশ তাদেরকে ফোন করে তারা কোথায় আছেন সে ব্যাপারেে তথ্য চাইছে।কীভাবে পুলিশ তাদের পরিচয় জানতে পারলো তা স্পষ্ট নয়।চীনের বেজিং সাংহাই ও উহানের মত বেশ কিছু শহরে হওয়া ওই বিক্ষোভে হাজার হাজার লোকের সমাগম হয়েছিল। এসব বিক্ষোভে প্রেসিডেন্ট শি জিনপিংকে পদত্যাগ করার দাবি জানিয়ে শ্লোগান দেয়া হয় – যা চীনে অত্যন্ত বিরল ঘটনা। সূত্র: বিবিসি বাংলা।

চীনে বিক্ষোভকারীদের হাতে ‘সাদা কাগজ’ কেন

শিনজিয়াংয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ‘শূন্য কোভিড’ নীতির কঠোর বিধিনিষেধকে দায়ী করে জনরোষ বেড়েই চলেছে চীনে; আর বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীর গ্রেপ্তার অভিযান সেই অসন্তোষ আরও বাড়িয়ে দিচ্ছে। অগ্নিকাণ্ডে হতাহতদের স্মরণে রোববার সন্ধ্যায় সাংহাইয়ে জমায়েত হন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল সাদা কাগজ, যাতে লেখা ছিল না কিছু। মূলত বিক্ষোভকারীরা খালি কাগজ তুলে ধরে সরকারের বিরুদ্ধে ভিন্ন এক প্রতিবাদ দেখিয়েছেন।বিবিসি লিখেছে, প্রায়ই কোনো একটি উপকরণ গোটা আন্দোলনকে তুলে ধরে, আর চীনের এ আন্দোলনে সেই প্রতীক হয়ে উঠছে সাদা কাগজ। সূত্র: বিডি নিউজ