আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ দশ খবর
এবার টেকনাফের ওপারে গোলাগুলি
বৃহস্পতিবার রাতভর থেমে থেমে, শুক্রবার সকালে ও দুপুরে বিকট শব্দে গুলির আওয়াজ পেয়েছেন টেকনাফ ও সেন্ট মার্টিনের বাসিন্দারা। মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এত দিন বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তে আতঙ্ক বিরাজ করছিল। এবার টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি বেড়েছে। গুলির বিকট শব্দে যেন কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ ও দ্বীপ ইউনিয়ন সেন্ট মার্টিন। এ কারণে সেখানকার বাসিন্দারা ভয়ে আছেন। ভীতিকর পরিস্থিতিতে গত দুই দিনে সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
অপর দিকে টেকনাফের ওপারে গোলাগুলি বেড়ে যাওয়ায় সেখানে থাকা রোহিঙ্গারা এপারে আসতে চেষ্টা চালাচ্ছে বলে সীমান্তের বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে। বর্তমানে মিয়ানমারের মংডু শহরের আশপাশের এলাকাগুলোতে সাড়ে তিন লাখ রোহিঙ্গা রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। তবে অনুপ্রবেশ যাতে না ঘটে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পাহারায় রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। ৫ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। সংঘর্ষ চলাকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ সে দেশের ৩৩০ জন এ দেশে ঢুকে পড়েন। ১৫ ফেব্রুয়ারি সকালে তাঁদের মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়। সূত্র: প্রথম আলো
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে রদবদল আসছে


বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কমিটি পুনর্বিন্যাসের বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি থেকে কয়েকজনকে বাদ এবং কয়েকজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছেন দলের শীর্ষ নেতা।বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতা এই তথ্য জানিয়েছেন। ওই দুই নেতা বলেছেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাপকালে তাঁদের মনে হয়েছে, কাদের স্থায়ী কমিটিতে নিয়োগ দেওয়া যায় সে বিষয়ে তাঁর এক ধরনের সিদ্ধান্ত আছে।
উপযু্ক্ত সময়ে আনুষ্ঠানিকতা সারবেন তিনি।সর্বশেষ ২০১৯ সালের ২২ জুন সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক দলের গুরুত্বপূর্ণ একজন নেতা কালের কণ্ঠকে বলেন, স্থায়ী কমিটির শূন্যপদ পূরণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়েছে। তিনিও নীতিনির্ধারণী পর্যায়ে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা অনুভব করছেন।এর আগেও একাধিকবার স্থায়ী কমিটি পুনর্বিন্যাস করার আলোচনা হয়েছে। রাজনৈতিক নানা ঘটনাপ্রবাহের কারণে তখন এই কমিটিতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সূত্র: কালের কণ্ঠ
মানসিক রোগের ভয়াবহতা বাড়ছে
‘জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না।’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র সোহাগ খন্দকার। হতাশা, বিষণ্নতা, অবসাদ, সমাজমাধ্যমের অতিরিক্ত ব্যবহার, ইন্টারনেট আসক্তি থেকে ভয়াবহ আকারে বাড়ছে মানসিক রোগী। পরশ্রীকাতরতা, ঈর্ষার গণ্ডি পেরিয়ে তুচ্ছ কারণে খুনোখুনিতে জড়াচ্ছে মানুষ। সর্বশেষ জাতীয় জরিপে দেখা যায়, দেশে প্রায় ১ কোটি ৭৭ লাখ মানুষ মানসিক সমস্যায় ভুগছে। করোনা মহামারির বিরূপ প্রভাব পড়েছে মানুষের মানসিক স্বাস্থ্যে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। এ সংকটে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা যায়, ২০০৫ সালে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ৭ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৯৯৫। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০০৩-০৫-এর তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক নাগরিকের ১৬ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। সে হিসেবে ওই সময়ে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে মানসিক রোগে আক্রান্ত ছিল প্রায় ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৩১৯ জন। এরপর সর্বশেষ ২০১৮-১৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ পরিচালিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০১৮ সালে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ১০৫। সর্বশেষ জরিপে প্রাপ্তবয়স্ক নাগরিকের ১৭ শতাংশ মানসিক রোগে আক্রান্ত বলে জানা গেছে। সে হিসেবে মানসিক রোগে আক্রান্ত প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪ হাজার ১৫৭ জন। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসকের পরামর্শ কিংবা সেবা নেয় না। জরিপে জানা যায়, ১৮ শতাংশ শিশুকিশোরের মানসিক স্বাস্থ্য সমস্যা আছে। তার ৯৫ শতাংশ কোনো চিকিৎসা নেয় না। আঁচল ফাউন্ডেশনের প্রকাশিত জরিপে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ১ হাজর ৭৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭২ দশমিক ২ শতাংশ জানিয়েছে, তারা মানসিক সমস্যার মুখোমুখি হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।
বাস্তবতা বিবেচনায় ব্যবস্থা নেবে আ.লীগ
উন্মুক্ত নির্বাচনে জটিল সমীকরণ তৃণমূলে
উপজেলা পরিষদ নির্বাচন: অনেক জেলা বা উপজেলায় দলের পক্ষ থেকে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার চেষ্টা চালাচ্ছেন স্থানীয় এমপি ও প্রভাবশালীরা
উপজেলা পরিষদে উন্মুক্ত নির্বাচন ঘিরে জটিল সমীকরণে তৃণমূল আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে এ নির্বাচনে কাউকে সমর্থন দিচ্ছে না ক্ষমতাসীনরা। তবে স্থানীয়ভাবে অনেক জায়গায় জেলা বা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার চেষ্টা চালাচ্ছেন প্রভাবশালীরা। আবার জাতীয় নির্বাচনের পরেই অনুষ্ঠেয় এই ভোটে বড় প্রভাব থাকছে স্থানীয় সংসদ-সদস্যদের। বেশিরভাগ প্রার্থীই চাইছেন এমপির সমর্থন। অনেক জায়গায় এমপিরা নিজেদের পছন্দের প্রার্থীদের মাঠেও নামিয়েছেন। আছে উলটো চিত্রও। কিছু কিছু জায়গায় মাঠে আছেন এমপিবিরোধী প্রার্থীরাও। স্বতন্ত্র সংসদ-সদস্যদের আসনের উপজেলায়ও দেখা দিচ্ছে নানা জটিলতা। আওয়ামী লীগ নেতারা বলেছেন, তারা চান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ফলে সবকিছু বিবেচনায় নিয়ে বাস্তবতার নিরিখে শিগগিরই দেওয়া হবে প্রয়োজনীয় দিকনির্দেশনা।জানতে চাইলে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগান্তরকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগই যেখানে কাউকে সমর্থন দিচ্ছে না, সেখানে আর কারও বা কোনো শাখার কোনো এখতিয়ারই নেই কাউকে সমর্থন দেওয়ার। এটা এখতিয়ারবহির্ভূত। সূত্র: যুগান্তর
সেনাবাহিনী ও নওয়াজের ঘাঁটিতে অকল্পনীয় উত্থান ইমরানের
পাকিস্তানের মধ্য-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে দেশটির ২৪ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস করে। এটি ঐতিহাসিকভাবে সেনাবাহিনী ও পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) উভয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই এখানকার নেতৃত্বে ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিন্তু গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পাল্টে গেছে সব হিসাবনিকাশ। সেনাবাহিনী ও সরকারের চরম দমন-পীড়নের মধ্যেই প্রদেশটিতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের অভাবনীয় উত্থান ঘটেছে। খবর ফিন্যান্সিয়াল টাইমসের-ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েই ভেঙে দিয়েছেন সেনা ও নওয়াজের ঘাঁটি। ইমরানের এমন অকল্পনীয় জয়ে স্বয়ং নওয়াজের দলের নেতারাই হতবাক। অন্যদিকে পিটিআই বলছে, তরুণ ভোটাররা সেনাবাহিনী আর পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখিয়েছেন। দলের সিনিয়র সদস্য হাম্মাদ আজহার বলেন, ‘এই নির্বাচনে প্রজন্মগত একটি পরিবর্তন হয়েছে। ব্যালটে তরুণ ভোটাররা দীর্ঘদিনের পরিবারতান্ত্রিক দলকে প্রত্যাখ্যান করেছে।’পিএমএল-এন ও এর জোটসঙ্গীরা আবার ক্ষমতায় এলেও সরকার গঠনের আগেই তাদের বেশ দুর্বল দেখাচ্ছে। পিটিআইর প্রতি জনসমর্থন ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। সূত্র: সমকাল
এলএনজিতে সামিট বৃহৎ জ্বালানি তেল পরিশোধনাগারে এস আলম
জ্বালানি তেল পরিশোধনাগার চট্টগ্রামভিত্তিক ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) নির্মাণে যুক্ত হতে যাচ্ছে এস আলম গ্রুপ। প্রকল্পটি বাস্তবায়ন হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে এস আলম গ্রুপের। দেশের গ্যাস খাতের অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থাপনায় বড় বিনিয়োগ করছে জ্বালানি খাতের শীর্ষস্থানীয় কোম্পানি সামিট গ্রুপ। প্রতিষ্ঠানটির বিনিয়োগে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়টি এরই মধ্যে সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ নিয়ে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি চুক্তি এখন চূড়ান্তভাবে সইয়ের অপেক্ষায় রয়েছে। ইআরএলের দ্বিতীয় ইউনিট নির্মাণ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি চিঠি ইস্যু করা হয়। চলতি মাসে ইস্যুকৃত ও মন্ত্রণালয়ের উপসচিব মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বা এর সাবসিডিয়ারি ইআরএল এবং বেসরকারি প্রতিষ্ঠান এস আলম গ্রুপ প্রকল্পের কারিগরি ও আর্থিক, বাস্তবায়নের মোডালিটি, বাস্তবায়নোত্তর ব্যবস্থাপনা কৌশল ও ইকুইটি হিস্যাসহ আনুষঙ্গিক সব বিষয় আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। যৌথ চুক্তির আওতায় বিপিসির নিজস্ব জমিতে তিন-পাঁচ মিলিয়ন টন ক্ষমতাসম্পন্ন এ রিফাইনারি স্থাপনে এস আলম গ্রুপের সমঝোতা স্মারক পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠনের কথাও চিঠিতে উল্লেখ করা হয়। ঐকমত্যে পৌঁছলে দুই পক্ষ একযোগে এসপিভি (স্পেশাল পারপাস ভেহিকল) কোম্পানি গঠন অথবা অন্য কোনো পদ্ধতিতে এ প্রকল্প বাস্তবায়ন করবে। সূত্র: বণিক বার্তা।
বাংলাদেশি উৎপাদককে তুর্কি কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে কোকা-কোলা
বৈশ্বিক বেভারেজ জায়ান্ট দ্য কোকা-কোলা কোম্পানি বাংলাদেশে অবস্থিত এর কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবি) শীর্ষক ব্যবসাকে তুরস্কের কোকা-কোলা আইসেক (সিসিআই)-এর কাছে বিক্রি করে দিচ্ছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জ-এর তালিকাভুক্ত সিসিআই জানিয়েছে, চুক্তি চূড়ান্ত করার সময়ে সিসিবিবি’র নিট আর্থিক ঋণ বিয়োগ করে এটির সম্পূর্ণ শেয়ারের মূল্য ১৩০ মিলিয়ন ডলারের এন্টারপ্রাইজ ভ্যালুতে নির্ধারণ করা হবে।এ অধিগ্রহণ শেষ হলে বাংলাদেশ হবে সিসিআই-এর দ্বাদশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাজার।চুক্তি অনুসারে, সিসিআই এর ডাচ সাবসিডিয়ারি সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভিকে সিসিবিবি’র সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক বানাবে। অন্যদিকে সিসিআই নিজে বাংলাদেশি প্রতিষ্ঠানটির সংখ্যালঘু শেয়ারের মালিক হবে। বর্তমানে সিসিআই-এ কোকা-কোলা’র শেয়ার ২৮ দশমিক ৮৬ শতাংশ। আর তুর্কি বেভারেজ জায়ান্ট আনাদোলু এফেস-এর শেয়ার রয়েছে ৫০ দশমিক ২৬ শতাংশ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বানসহ বিশ্ব নেতাদের কাছে শেখ হাসিনার ৬ প্রস্তাব
ক্ষতিগ্রস্ত দেশগুলির জন্য জলবায়ু অর্থায়ন ছাড় এবং অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার আহ্বানসহ বিশ্ব নেতাদের সামনে ছয়টি প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (ফেব্রুয়ারি ১৬) জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ২০২৪-এ ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এসব প্রস্তাব পেশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য সম্পদের জোগান দেওয়া দরকার। আমাদের মনে রাখতে হবে, মানবতার অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখন সংকীর্ণ স্বার্থ রক্ষার পথ অনুসরণ করলে তা কোনো সুফল বয়ে আনবে না।
প্রথম প্রস্তাব উপস্থাপন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সঠিক পথে রাখতে জলবায়ু অর্থায়নের বরাদ্দ ছাড় করার সমাধান খুঁজে বের করতে হবে।তিনি বলেন, উন্নত দেশগুলিকে পরিকল্পনার ভিত্তিতে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি মেনে চলতে হবে। সূত্র: বাংলানিউজ
চিকিৎসক সাবিরা হত্যার ‘কূল কিনারা নেই’
৫০ জনকে জিজ্ঞাসাবাদ করেও সিদ্ধান্তে পৌঁছানো মত অবস্থানে নেই পিবিআই। তদন্ত কর্মকর্তা নিহত চিকিৎসকের স্বামীকে সন্দেহে রেখেছেন। কিন্তু জোরাল প্রমাণও নেই। কলাবাগানে নিজের ঘরে চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি হত্যার তদন্তে নেমে ঘূর্ণিপাকে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় থানার হাতে কিছু দিন থাকার পর খুনের রহস্য উদঘাটনের দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা পিবিআইয়ের ওপর। কিন্তু আড়াই বছর পরেও সিদ্ধান্তে আসার মত কিছু বের করতে পারেনি তারা।ফলে কারা, কেন সাবিরাকে খুন করেছে, সেই প্রশ্নের ধারেকাছেও যাওয়া যায়নি।তদন্ত কর্মকর্তা নিহত চিকিৎসকের স্বামী সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে সামছুদ্দিন আজাদকে সন্দেহের কেন্দ্রে রেখে এগোতে চাইছেন। কিন্তু তাকে গ্রেপ্তার করে, রিমান্ডে নিয়েও ‘গুরুত্বপূর্ণ’ তথ্য মেলেনি। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও তিনি রাজি হননি। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন আজাদ। এখনো তাকে ও তার গাড়িচালককেই সন্দেহে রেখেছেন তদন্ত কর্মকর্তা। আড়াই বছরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই বাড়ির তত্ত্বাবধায়ক, গৃহকর্মী, ভাড়াটিয়া ও পাশের কক্ষের বাসিন্দা, সহকর্মী ও স্বজনসহ ৫০ জনেরও বেশি মানুষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে। তবে সিদ্ধান্তে পৌঁছানো মত অবস্থানে তারা নেই।পিবিআই প্রধান অবশ্য দাবি করেছেন, তারা রহস্য উন্মোচনের ‘কাছাকাছি’। সূত্র: বিডি নিউজ
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চবি শিক্ষক চাকরিচ্যুত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে চাকরিচ্যুত করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। তিনি বলেন, ‘সিন্ডিকেটের সদস্যদের সুপারিশ অনুসারে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।’এ ব্যাপারে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘যৌন হয়রানির অভিযোগটি গুরুতর। এজন্য একটা এজেন্ডা নিয়ে এই বিশেষ সিন্ডিকেট সভা করা হয়েছে। দুইটি তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপক ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ মিলেছে। কমিটির সদস্যরা ওই শিক্ষককে চাকরি থেকে অপসারণ করারও সুপারিশ করেছেন। সে অনুযায়ী সিন্ডিকেট চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে।’ সূত্র: জাগোনিউজ