আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

চনপাড়ায় কথা বলতেও ভয়
আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বজলুর রহমানের ‘নিয়ন্ত্রণে’ চনপাড়া। তাঁর ভয়ে সেখানে কেউ মুখ খোলার সাহস পান না।
বজলুর রহমানের বিরুদ্ধে গত দুই মাসে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতা-কর্মীকে তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ।
মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত পাঁচটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় চনপাড়ায়। পুলিশ সূত্র বলছে, এসব বাহিনীর ‘নিয়ন্ত্রক’ বজলুর।

এলাকাটির নাম চনপাড়া। এর তিন দিকে নদী, এক দিকে খাল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মূল ভূখণ্ড থেকে প্রায় যোগাযোগবিচ্ছিন্ন চনপাড়ায় এখন লাখখানেক লোকের বাস। সড়কপথে এই এলাকায় যেতে হলে ঢাকার ডেমরা হয়ে বালু নদের ওপর নির্মিত সেতু পার হতে হয়। স্থলপথে এটিই চনপাড়ায় প্রবেশের একমাত্র রাস্তা। ভৌগোলিকভাবে জায়গাটি দুর্গম হওয়ায় এখানে ‘জোর যার মুল্লুক তার’ নীতি বহাল। এখন এই ‘মুল্লুক’ চলে স্থানীয় আওয়ামী লীগ নেতা বজলুর রহমান ওরফে বজলুর কথায়। তাঁর ভয়ে সেখানে কেউ মুখ খোলার সাহস পান না। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রের পাশাপাশি চনপাড়ার আওয়ামী লীগ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, তিন বছর আগে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ওয়ার্ডের ‘নিয়ন্ত্রক’ ছিলেন দুজন। একজন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য বিউটি আক্তার ওরফে কুট্টি এবং অন্যজন ইউপি সদস্য বজলুর রহমান। চনপাড়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধের নিয়ন্ত্রণ ছিল তাঁদের কাছে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ২০১৭ সালের নভেম্বর মাসে প্রথমে বিউটির স্বামী এম এ হাসান এবং ২০১৯ সালের জুন মাসে বিউটি খুন হলে বদলে যায় পরিস্থিতি। চনপাড়ার ‘নিয়ন্ত্রণ’ চলে আসে বজলুর কাছে। তিনি রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য এবং কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (চনপাড়া) সদস্য। একই সঙ্গে তিনি কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। সূত্র: প্রথম আলো

চলমান কর্মসূচি নির্বাচন পর্যন্ত টেনে নেবে বিএনপি

চলমান সরকারবিরোধী আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় বিএনপি। সেই লক্ষ্যে আগামী এক বছরের জন্য বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশের ছক করছে দলটি। প্রতিটি ইস্যুতে এসব কর্মসূচি দিয়ে মাঠে থাকার পরিকল্পনা তাদের। দলের নীতিনির্ধারকরা এই ভাবনা নিয়ে এগোচ্ছেন বলে একাধিক নেতা কালের কণ্ঠকে জানিয়েছেন।জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগরে ১৬ জায়গায় বিক্ষোভ সমাবেশ শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর। এরপর দলের ১০ সাংগঠনিক বিভাগে একই কর্মসূচি পালন করা হবে। প্রতি সপ্তাহে একটি বিভাগে সমাবেশ করা হবে। এতে চলে যাবে আড়াই থেকে তিন মাস। এরপর কর্মসূচি যাবে জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে শেষ হলে আবার ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে। এসব কর্মসূচি শেষ হতেও অন্তত তিন মাস সময় যাবে। এভাবে চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। সূত্র; কালের কণ্ঠ

ছাত্রদলে অস্থিরতা, হতাশা ক্ষুব্ধ নেতাকর্মীরা
৩২ ছাত্রনেতার পদ স্থগিত

বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলে চরম অস্থিরতা বিরাজ করছে। বতর্মান কমিটিকে ব্যর্থ করার জন্য সংগঠনের ভেতর ও বাইরে থেকে নানারকম ষড়যন্ত্র চলছে বলে দাবি ছাত্রদল নেতাকর্মীদের। তাঁরা বলছেন, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে ভিন্ন একটি বলয় তৈরি করে হাইকমান্ডকে ভুল বার্তা দেওয়াসহ নানা অপপ্রচার চলছে। এর অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণার চার দিন পরেই ৩২ ছাত্রনেতার পদ স্থগিত করা হয়। এতে যেমন সংগঠনের ভাবমূর্তি সংকট হয়েছে, তেমনি নিয়মবহির্ভূত ওই সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছেন পদ স্থগিত রাজপথের নেতারা। ছাত্রদলের নেতারা জানান, কেন্দ্রীয় কমিটি ঘোষণার এক সপ্তাহ আগে অভিযোগ জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এজন্য অভিযোগ বাক্সও খোলা হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল, সেসব তদন্ত করে ক্লিন ইমেজের নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে পদায়ন করা হয়। অথচ কমিটি ঘোষণার তিন দিনের মাথায় এত অভিযোগ কীভাবে জমা পড়ল তা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন নেতাকর্মীরা। সূত্র: সমকাল

Nagad

পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপে অর্থায়ন বন্ধ করছে না চীন

চীনের অর্থায়নে পটুয়াখালীর পায়রায় ২ হাজার ৬৪০ মেগাওয়াট সক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। এরই মধ্যে যৌথ কোম্পানিটির আওতায় ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এসেছে ২০২০ সালের জুনে। পায়রা প্রকল্পের দ্বিতীয় ফেজের বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ অগ্রগতিও ২২ শতাংশ শেষ হয়েছে। তবে চীন নতুন করে কয়লাভিত্তিক কোনো বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন না করার ঘোষণা দিলে পায়রায় নির্মিতব্য দ্বিতীয় পর্যায়ের কেন্দ্রটির বাস্তবায়ন নিয়ে উদ্বেগ দেখা দেয়। যদিও দেশটি পায়রায় দ্বিতীয় পর্যায়ের বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে অর্থায়ন বন্ধ করবে না বলে বিসিপিসিএলের একটি সূত্র নিশ্চিত করেছে।বিসিপিসিএল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রটির প্রকৌশল ও পরিকল্পনায় যুক্ত পরামর্শক প্রতিষ্ঠানটিকে বিভিন্ন পর্যায়ের কাজের জন্য ২১টি লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন করেছে পরামর্শক প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রকল্পের যতটুকু অগ্রগতি হয়েছে তার পুরো অর্থায়নই করেছে তারা। পায়রায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনিশ্চয়তা তৈরি হয় মূলত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কয়লাভিত্তিক নতুন প্রকল্পে অর্থায়ন না করার ঘোষণা দেয়ায়। জাতিসংঘের সাধারণ পরিষদে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চীনা প্রেসিডেন্ট জানান, তার দেশ নতুন করে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন করবে না। বরং এর পরিবর্তে উন্নয়নশীল দেশগুলোতে গ্রিন এনার্জি এবং কার্বন উৎপাদন কম হয় এমন বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ সহায়তা দেবে। এবং আগামী ২০৩০ সাল পর্যন্ত চীন কার্বন কমানোর সবচেয়ে উত্কৃষ্ট সময় হিসেবে বেছে নেয়। ফলে দেশে চলমান এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়। সূত্র: বণিক বার্তা।

ইউয়ান কি ক্ষমতাধর ডলারকে সরিয়ে দিয়ে রিজার্ভ মুদ্রা হতে পারবে

চীনের অর্থনীতি অধিকাংশ সূচক অনুসারেই বেশ শক্তিশালী। দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১৭.৭ ট্রিলিয়ন ডলার যা যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পরে চীনই বিশ্বের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক লেনদেনকারী দেশ। তবে বৈশ্বিক বাণিজ্যিক লেনদেনের মাত্র ৩ শতাংশ চীনা মুদ্রায় হয়, যেখানে মার্কিন ডলারে মোট লেনদেনের ৮৭ শতাংশ হয়ে থাকে। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা থাকা সত্ত্বেও দেশটি বৈশ্বিক মুদ্রা প্রবাহে তেমন একটা অবস্থান গড়ে তুলতে পারেনি। তবে বিশ্লেষকদের মতে, ধীরে ধীরে ইউয়ানের অবস্থার পরিবর্তন ঘটছে।বৈশ্বিক রিজার্ভ মুদ্রায় ডলারকে সরিয়ে জায়গা করে নিতে- চীনের মাল্টি-ট্রিলিয়ন ডলারের কয়েক যুগব্যাপী পরিকল্পনা কেমন- তা দেখে নেওয়া যাক।কোনো মুদ্রা কীভাবে রিজার্ভের মর্যাদা পায়?রিজার্ভ মুদ্রার স্বীকৃতি আসলে কোনো আনুষ্ঠানিক বিষয় নয়। রিজার্ভ মুদ্রা হয়ে ওঠা জনপ্রিয়তার ভিত্তিতে কোনো কনটেস্ট জেতার মতোই। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার
আগে পদত্যাগ, পরে দেবে রূপরেখা
কঠোর আন্দোলনেই সমাধান দেখছে বিএনপি

আপাতত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো রূপরেখা দেবে না বিএনপি। আগে সরকারের পদত্যাগ, পরে এই ইস্যুতে প্রয়োজনে রূপরেখা দেবে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে কঠোর আন্দোলনেই সমাধান দেখছে দলের হাইকমান্ড। সেভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশও ইতোমধ্যে দেওয়া হয়েছে নেতাকর্মীদের।এদিকে নির্বাচনকালীন সরকার কোন প্রক্রিয়ায় হবে তা আলোচনার টেবিলেই চূড়ান্ত হতে পারে, এমনটি ভাবছেন শীর্ষ নেতারা। তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলে সমঝোতায় পৌঁছা জটিল কিছু নয়। পদত্যাগের আগে নির্বাচনকালীন সরকার ইস্যুতে ক্ষমতাসীনরা আলোচনার প্রস্তাব দিলে তাতে সাড়া দিতে পারে বিএনপি। তবে তারা এজেন্ডা ছাড়া কোনো সংলাপে যাবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দাবি আদায়ে নেওয়া হচ্ছে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি। সরকারবিরোধী দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গঠন প্রক্রিয়া প্রায় শেষ। যুগপৎ আন্দোলন ও ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী করবে তার একটি কর্মপরিকল্পনা শিগগিরই জাতির সামনে তুলে ধরবেন দলের হাইকমান্ড। তবে সেখানে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বিস্তারিত কিছু থাকছে না বলে বিএনপির একাধিক নীতিনির্ধারক যুগান্তরকে নিশ্চিত করেন। সূত্র: যুগান্তর

‘মনে হচ্ছে, বাংলাদেশি পাসপোর্ট রেখে আমি অন্যায় করেছি’

দেশে বিনিয়োগের বাধা দূর করতে আর্থিক লেনেদেনে পাসপোর্টকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিকল্প হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি ব্যবসায়ী। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের কোনো কোনো পদক্ষেপ প্রবাসীদের ‘বিব্রত করছে’ বলে দাবি করেন নিউইয়র্কে আবাসন খাতে বিনিয়োগকারী প্রবাসী আনোয়ার হোসেন।দীর্ঘদিন পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশপ্রেমের কারণে শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট বহন করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি। দেশে বিনিয়োগে আগ্রহী এই ব্যবসায়ী বলেন, “এবার যখন সোনালী এক্সচেঞ্জে (সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) গেলাম তখন আমাকে জানানো হল যে, এনআইডি ছাড়া ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে পারবেন না।” সূত্র: বিডি প্রতিদিন।

সীমানা বেড়া দিয়ে পথ বন্ধ; দশম শ্রেণির ছাত্রী স্কুলে যেতে পারছে না

বসতবাড়ি প্রবেশের পথ বন্ধ করার প্রতিবাদ করায় গৃহকর্তা দেলোয়ার শেখকে (৪৫) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ার হোসেন মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে দেলোয়ার শেখ তার পিতার জমিতে ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কয়েকদিন আগে তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় কামরুজ্জামান শেখ ও তার সহযোগীরা। নিরুপায় হয়ে দেলোয়ার মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাতে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।আহত দেলোয়ার শেখের মা মোমেনা বেগম জানান, বহু বছর ধরে এই জমিতে ঘর বেধে পরিবার নিয়ে বসবাস করে আসছে তার ছেলে। প্রতিপক্ষরা তাদের জমি দাবি করে বাড়ি প্রবেশের রাস্তায় দুটি বেড়া দিয়ে আটকে দেয়।দেলোয়ার হোসেনের মেয়ে দিপা আক্তার বলেন, সে স্থানীয় গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা দুটি বেড়া দিয়ে আটকে দিয়েছে। তাই তার স্কুলে ও প্রাইভেট পড়তে যেতে অসুবিধা হচ্ছে। সূত্র: চ্যানেল আই অনলাইন।

মাটির দেয়াল ধসে বড় ভাই নিহত, আহত ছোট ভাই
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছোট ভাই। উপজেলার দিঘধা গ্রামে শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া ফায়ার স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান জানান।হত মো. নাঈম হোসেন (২৯) ওই গ্রামের কাচারি মোড় এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে।হত মো. নাদিমকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।সাবেদ বলেন, নাঈমদের দুটি মাটির ঘর রয়েছে। একটিতে সে ও তার ছোট ভাই এবং আরেকটিতে তাদের বাবা-মা থাকে। শুক্রবার রাত ১১টার দিকে নাঈম ও নাদিম তাদের ঘরে ঘুমাতে যান। রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘরের দেয়াল ধসে পড়ে। এ সময় মাটির একটি বড় খণ্ডের নিচে চাপা পড়ে নাঈম।” সূত্র: বিডি নিউজ

কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন: চিকিৎসক

গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (১৭ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ঘণ্টা খানেক আগে আবু হেনা রনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তিনি আশঙ্কামুক্ত নন। তার সামান্য শ্বাসনালী পুড়েছে।তিনি আরও বলেন, বিস্ফোরণে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। একই ঘটনায় জিল্লুর রহমান নামের একজনের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।এর আগে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার জন দগ্ধ হয়েছেন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সূত্র: দেশ রুপান্তর