অস্ত্র মামলায় জি কে শামীমের রায় রোববার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

রাজধানীর গুলশান থানায় অস্ত্র মামলায় বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া (জি কে) শামীমসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল দিন ধার্য রয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করেন বিচারক শেখ ছামিদুল ইসলাম।

এই মামলার বাকি আসামিরা হলেন- জি কে শামীমের সাত দেহরক্ষী মো: জাহিদুল ইসালাম, মো: শহিদুল ইসলাম, মো: কামাল হোসেন, মো: সামসাদ হোসেন, মো: আমিনুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন ও মো: মুরাদ হোসেন।

আদালতের সরকারি কৌঁসুলি মো: সালাউদ্দিন হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, জি কে শামীমসহ আট আসামি কারাগারে আছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন জি কে শামীম। সে সময় তার বাড়িতে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়।

Nagad

সারাদিন/২৪ সেপ্টেম্বর/এমবি