একমাসে হাইকোর্টে ১১৮৫৩টি মামলা নিষ্পত্তি
চলতি বছরের আগস্ট মাসে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের হওয়া মামলার তুলনায় নিষ্পত্তির হার বেশি হয়েছে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
সোমবার (২৪ অক্টোবর) সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বিগত ১ আগস্ট ২০২২ হতে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন দায়ের হয়েছে ৯ হাজার ১’শ ১৮টি মামলা। এ মাসে নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৮’শ ৫৩ টি মামলা।’ তিনি বলেন, ‘আগস্ট মাসে দায়েরের তুলনায় মামলা নিষ্পত্তির পরিমাণ বেশি।’