আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভিড়
‘পরিবার ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছি’
বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা আগাম জামিনের আশায় আসছেন হাইকোর্টে। তাঁদের দাবি, মামলাগুলো ‘গায়েবি’।

‘মামলার পর থেকে বাড়িতে থাকতে পারি না। সন্তানের মুখ দেখতে পাই না। পরিবার ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছি।’ বলছিলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আমসরা ইসলামিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার গণিতের শিক্ষক ও তাড়াশ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ রেজা সেতার। তাড়াশে গত ২৯ নভেম্বর রাত ৯টায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ নেতাদের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন স্থানীয় আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন। সেই মামলায় শাহ রেজা সেতারসহ ১৪ আসামি গতকাল বুধবার আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেলা দুইটার দিকে শাহ রেজা সেতার প্রথম আলোকে বলেন, হামলা বা ককটেল বিস্ফোরণের কোনো ঘটনাই ঘটেনি। পুরো বিষয়টি সাজানো। যে সময়ে ঘটনার কথা বলা হচ্ছে, সে সময়ে তিনি বাড়িতে ছিলেন। মামলার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সুপ্রিম কোর্ট এলাকা ঘুরে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপি ও দলের অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে পাওয়া যায় যাঁরা আগাম জামিন নিতে এসেছিলেন। এর মধ্যে ছয়টি উপজেলার অন্তত ২৫ নেতা-কর্মীর সঙ্গে কথা বললে তাঁরা দাবি করেন, তাঁদের নামে এক থেকে দুই সপ্তাহের মধ্যে মামলা দেওয়া হয়েছে। মামলার ধরন মোটামুটি একই—ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগ। মামলাগুলোর বাদী পুলিশ অথবা আওয়ামী লীগের নেতারা। এজাহারে অনেকের নাম দেওয়া হয়েছে। আবার অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। যার মাধ্যমে যাঁকে ইচ্ছা হয়রানির সুযোগ তৈরি হয়েছে। সূত্র: প্রথম আলো

২০২৪ সালের প্রথম সপ্তাহে নির্বাচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘২০২৩ সালের পরে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আজ সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। ’প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বুধবার বিকেলে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা ২০১৮ সালে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা আপনাদের এই কক্সবাজারের উন্নয়ন করেছি, পর পর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি, ধারাবাহিকভাবে সেই ২০০৯ সাল থেকে এই ২০২২ পর্যন্ত দেশে গণতান্ত্রিক পদ্ধতি বলবৎ আছে বলেই আজ উন্নয়ন হচ্ছে এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ’ সূত্র; কালের কণ্ঠ

বাংলাদেশ ব্যাংক ১২ বিলিয়ন বিপিসি বলছে সাড়ে ৫ ও এনবিআর ৪.৬ বিলিয়ন ডলার!

গোটা বিশ্বেই ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয়ার্ধ পার হয়েছে মারাত্মক অস্থিরতায়। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে বড় ধরনের চাপে ফেলে দিয়েছে। চাপে পড়ে গিয়েছে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের ২০২১-২২ অর্থবছরের আমদানির অর্থ পরিশোধের তথ্য বলছে, এ সময় দেশে পরিশোধিত-অপরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য বাংলাদেশকে মূল্য বাবদ ব্যয় করতে হয়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার। তবে বিপিসি ও কাস্টমসের তথ্যের সঙ্গে এ পরিসংখ্যানের বিস্তর ফারাক দেখা যাচ্ছে। বিপিসির তথ্য অনুযায়ী, এ সময় সাড়ে ৫ বিলিয়ন ডলারের কিছু বেশি মূল্যের জ্বালানি তেল আমদানি করেছে প্রতিষ্ঠানটি। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আমদানীকৃত জ্বালানি তেল হিসাব করলে মোট আমদানির পরিমাণ দাঁড়ায় ৬ বিলিয়ন ডলারের বেশিতে। একই সময়ে আবার চট্টগ্রাম কাস্টমসের তথ্যে দেখা যাচ্ছে, এ সময় বন্দরে শুল্কায়িত মোট আমদানীকৃত জ্বালানি তেলের মূল্য ছিল ৪১ হাজার কোটি টাকা। গত অর্থবছরের গড় বিনিময় হার অনুযায়ী ডলারে রূপান্তরের পর এর পরিমাণ নেমে আসে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলারের কিছু বেশিতে। সূত্র: বণিক বার্তা।

Nagad

বাংলাদেশে অবৈধ বন্যপ্রাণী পাচার ও ব্যবসা: ধারণার চেয়েও গভীর ও বিস্তৃত

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে একের পর এক বন্যপ্রাণী আটক করার খবর আসছে। প্রতিটি ঘটনা আগেরটির চেয়ে অনন্য। সবচেয়ে কল্পনাতীত কিছু জায়গা থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্যপ্রাণী উদ্ধার করতে দেখেছি আমরা। কয়েকবারই শীতাতপ-নিয়ন্ত্রিত বাসে দেখা গেছে উল্লুক, লজ্জাবতী বানর ও বানর। এসব প্রাণী পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আরেকবার একটি আন্তঃনগর বাসের ছাদে করে বিশাল একটি সিম কাছিম ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ২২ কেজি ওজনের এই প্রাণীটিকে ধরা হয়েছিল জবাই করে খাওয়ার জন্য। বিশ্বব্যাপী বিপন্ন কচ্ছপটিকে অবশ্য উদ্ধার করে অবমুক্ত করা হয়।এ সপ্তাহে আলাদা কিন্তু প্রায় একই রকমের একটা ঘটনা ঘটে। চলতি সপ্তাহে আরও একটি ছোট কিন্তু বিপন্ন প্রায় শতাধিক মিঠা পানির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এরকম ঘটনার সর্বশেষ উদাহরণ হচ্ছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই দিনে ২৭টি ফারাও ঈগল-পেঁচা ও আফ্রিকান কালো ঈগল আটক করা হয়। এরা অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। পাখিগুলো আফ্রিকা থেকে আনা হচ্ছিল।বাংলাদেশের বন্যপ্রাণী ব্যবসা নিয়ে আমার বরাবরই উদ্বেগ ছিল। এই ব্যবসার অনেক গল্প জানি আমি, এসবের খবর পড়ি মাঝেমধ্যেই, নিজের কিছু অভিজ্ঞতাও আছে এ ব্যাপারে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে জাতীয় সংসদ নির্বাচন
নৌকায় ভোটে হবে উন্নয়ন
কক্সবাজারে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বলেছেন, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনেও আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। গতকাল বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা সমবেত জনতার কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, বিগত তিনটি নির্বাচনে নৌকায় ভোট দিয়েছিলেন বলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় আছে। আপনারা ভোট দেবেন কি না ওয়াদা দেন। এ সময় লাখো জনতা দুই হাত উঁচিয়ে সম্মতি দেন। তখন শেখ হাসিনা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান। সূত্র: বিডি প্রতিদিন।

বিশ্বব্যাংকের প্রতিবেদন
বৈদেশিক ঋণ পরিশোধ নিয়ে চাপে বাংলাদেশ

বৈদেশিক ঋণ পরিশোধে স্বল্প আয়ের দেশগুলো বেশ চাপে পড়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়েছে। এ কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। ডলারের বিপরীতে টাকার মানও পড়ছে। ২০১০ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে সাড়ে তিন গুণ। একই সময়ে ঋণের বিপরীতে মূল অর্থ পরিশোধ বেড়েছে সোয়া পাঁচ গুণ। ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে পাঁচ গুণের বেশি। বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেবিট রিপোর্ট-২০২২’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে প্রতিবেদনটি ওয়াশিংটন থেকে প্রকাশিত হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বিশ্বব্যাংক। এতে বিভিন্ন দেশের বৈদেশিক ঋণের চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০১০ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে সাড়ে তিন গুণ। ২০১০ সালে বৈদেশিক ঋণ ছিল ২ হাজার ৬৫৭ কোটি ডলার। গত বছরের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৪৩ কোটি ডলার। আলোচ্য সময়ে সব খাতেই বৈদেশিক ঋণ বেড়েছে। ঋণ বাড়ায় এর বিপরীতে মূল অর্থ পরিশোধ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সুদ পরিশোধও। একই সময়ের ব্যবধানে শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ তুলে নেয়ার পরিমাণ বেড়েছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) গত দুই বছরের তুলনায় কমেছে। সার্বিকভাবে বৈদেশিক ঋণের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়েনি।প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৭ সাল এই সাত বছরে ঋণ বেড়েছে ৫ হাজার ১০৪ কোটি ডলার। সূত্র: দৈনিক বাংলা।

রণক্ষেত্র নয়াপল্টনে ঝরল রক্ত
নিহত ১, আহত শতাধিক  শীর্ষ নেতাসহ শতাধিক আটক  বিএনপি অফিসে তল্লাশি

বিএনপির আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা চলা সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিএনপি কার্যালয় ও এর আশপাশের এলাকা। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। তাকে নিজেদের দলীয় কর্মী বলে দাবি করেছে বিএনপি। এ ছাড়া সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে দলের আরও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। দলটির নেতাদের অভিযোগ, হঠাৎ করে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের নেতাকর্মীদের সরিয়ে দিতে ফাঁকা গুলি ছোড়ে। একই সঙ্গে কার্যালয়ের ভেতরে ঢুকে দরজা-জানালা ভাঙচুর করে। তবে পুলিশ বলছে, যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। বিএনপি কার্যালয়ের ভেতর থেকে শতাধিক নেতাকর্মীকে আটকের পর বিপুলসংখ্যক ককটেল উদ্ধার করা হয় বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সূত্র; দেশ রুপান্তর।

বিএনপি কার্যালয়ের পথ থেকে মির্জা ফখরুলকে ফিরিয়ে দিল পুলিশ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি আটকে দিয়েছে পুলিশ। কার্যালয়ের দিকে যেতে বাধা দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মির্জা ফখরুল পুলিশ সদস্যদের বলেন, ‘আমি আমার কার্যালয়ে যেতে পারব না? এটা কেমন কথা?’ উত্তরে পুলিশকে বলতে শোনা যায়, ‘সরি স্যার, বিএনপি কার্যালয়ে যাওয়ার অনুমতি নেই।’ সূত্র: সমকাল

সাগরে ঘূর্ণিঝড় ম্যানদাউস, ২ নম্বর সংকেত
সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাব করা আরবি ভাষার নাম ‘ম্যানদাউস’ এর অর্থ গুপ্তধনের সিন্দুক।দক্ষিণ-পশ্চিম বঙ্গোসাগরে অবস্থনরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড় নাম পেয়েছে ‘ম্যানদাউস’। সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাব করা আরবি ভাষার এ নামের অর্থ গুপ্তধনের সিন্দুক।আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘ম্যানদাউস’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সূত্র: বিডি নিউজ

ডলার সংকট এড়াতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সেল

বাংলাদেশে পণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খুলতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে বিশেষ ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ খোলার কথা জানিয়েছে বাংলাদেশের সরকার। বাংলাদেশ ব্যাংকের এই সেল ঋণপত্রের ধরন বুঝে সমাধানের দ্রুত ব্যবস্থা নেবে।সেই সঙ্গে বিভিন্ন সংস্থা, ব্যাংক ও ব্যবসায়ীদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের সমস্যা জানা এবং সমাধানে কাজ করবে এই কমিটি।বাংলাদেশে এই বছরে মাঝামাঝিতে ডলার সংকট শুরু হওয়ার পর থেকেই ব্যবসায়ীরা অভিযোগ করছিলেন যে, ব্যাংক রাজি না হওয়ায় পণ্য আমদানি করার জন্য তারা ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না। সূত্র: বিবিসি বাংলা।