আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমানো যাবে না : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার ও জুলুম করে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমানো যাবে না।
আমাদের পার্টি অফিস থেকে চারশর ওপর নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে তারা (সরকার) মনে করেছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করে দিতে পারবে। কিন্তু পারেনি। আপনারা সফলভাবে কর্মসূচি পালন করেছেন। আজকে গোটা বাংলাদেশ প্রতিবাদের জড়ে প্রকম্পিত হয়েছে।’


সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক মাস পর কেরানীগঞ্জ কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গ্রেপ্তার নির্যাতন করে মামলা দিয়ে আমাদের দমন করতে পারবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করব ইনশাল্লাহ। যত বেশি নির্যাতন করবে তত বেশি নেতাকর্মীরা জেগে উঠবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের পিছু হঠার সুযোগ নেই। আমাদের শুধু সামনে এগিয়ে চলা। আন্দোলনের মাধ্যমেই আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি করবো। আমাদের যারা কারাগারে আছে তাদের মুক্ত করতে হবে। আন্দোলন আরও তীব্র করে তুলতে হবে। ১১ তারিখ আমাদের গণঅবস্থান আছে। আন্দোলন সফল করার জন্য সবাইকে কাজ করতে হবে। এই সরকারকে পরাজিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। জেল থেকে বের হয়ে আমাদের আবার নতুন অঙ্গীকার, বিজয় না হওয়া হওয়া পর্যন্ত চলতেই থাকব।’
প্রসঙ্গত, রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিরোধী দলের এই ২ নেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।