কোন কাজের জন্য কেমন প্রিন্টার প্রয়োজন
প্রিন্টার আমাদের প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। এর মাধ্যমে আমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রিন্ট করতে পারি। বাজারে অনেক ধরনের প্রিন্টার কিনতে পাওয়া যায়। তবে একেক ক্ষেত্রে ব্যবহারের জন্য রয়েছে একেক রকমের ও একেক ফিচার সমৃদ্ধ প্রিন্টার।
প্রিন্টার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। একেক ক্ষেত্রে এর একেক রকম ব্যবহার লক্ষ্য করা যায়।এজন্য প্রিন্টার কেনার আগে এসব বিষয়ে ধারণা রাখতে হয়।
ব্যক্তিগত ব্যবহারের জন্য:
বাসায় বিভিন্ন ধরনের কাজে প্রিন্টার ব্যবহার করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ কাগজ প্রিন্ট,অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক,নোট,শিট ইত্যাদি প্রিন্ট করার জন্য ঘরে একটা প্রিন্টার থাকা আবশ্যক। এসব কাজের জন্য তেমন হাই কোয়ালিটির প্রিন্টার প্রয়োজন হয় না। এক্ষেত্রে কম বাজেটের প্রিন্টার ব্যবহার করাই ভালো। বাসায় ব্যবহারের জন্য কম ওজনের ও ছোটখাটো প্রিন্টার কেনাই ভালো। এগুলো বেশি জায়গা দখল করে না এবং ব্যবহার করতেও সুবিধা হয়।
ব্যবসায়িক কাজের জন্য:
অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের কাজে দীর্ঘক্ষণ প্রিন্টার চালু রাখতে হয় ও বেশি পরিমাণে প্রিন্ট করতে হয়। এজন্য এক্ষেত্রে ভালো মানের প্রিন্টার ব্যবহার করা আবশ্যক। আবার প্রিন্টিং এর পাশাপাশি ফটোকপি ও স্ক্যান করারও দরকার পড়ে। এজন্য বহুমুখী কাজ করার উপযোগী প্রিন্টার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে লেজার প্রিন্টার ব্যবহার করা হয়। দ্রুত উন্নত মানের টেক্সট প্রিন্টিং এর জন্য লেজার প্রিন্টার সবচেয়ে বেশি উপযোগী। স্বল্প দামের এবং বেশি দামের উভয় ধরনের প্রিন্টার এক্ষেত্রে ব্যবহার করা যাবে। বিশেষ কপি ও স্ক্যানারসহ,
প্রফেশনাল কাজের জন্য:
প্রফেশনাল কাজ বলতে বোঝায় মূলত প্রিন্টিং, ফটোকপি, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজকে যেখানে প্রিন্ট,কপি ও স্ক্যানের কাজ বেশি হয়ে থাকে। এসব কাজের ক্ষেত্রে বেশি ভালো কোয়ালিটির প্রিন্টার প্রয়োজন হয়। প্রতিদিনের কাজের পরিমান বেশি থাকলে প্রিন্টারের পরিবর্তে ফটোকপিয়ার মেশিন ব্যবহার করা যেতে পারে। বিস্তারিত জানতে https://www.bdstall.com/printer/ এই লিংকে প্রবেশ করুন।
কাজের ধরণ অনুযায়ী সঠিক প্রিন্টার নির্বাচন করা উচিত। এতে করে সঠিকভাবে কাজ সম্পাদন করা যায় সময় ও অর্থ সঞ্চয় হয়। প্রিন্টার সম্পর্কে আরো তথ্য জানতে বিডিস্টল ডট কম এর ওয়েবসাইট ভিজিট করুন।