আরও ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম
এক মাসের মাথায় আবারও ভোজ্যতেলের দাম কমিয়েছে দেশের ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো। এ দফায় বোতলজাত সয়াবিন তেলের লিটারে ১০ এবং খোলা সয়াবিন তেলের লিটারে ৮ টাকা কমানো হয়। নতুন নির্ধারণ করা এই দাম বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় সয়াবিন ও পাম তেলের দাম কমানো হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার থেকেই বাজারে কার্যকর হবে বলে জানিয়েছেন মিল মালিকরা।
সংগঠনটির নতুন সিদান্ত অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিনের লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এ দুই ধরনের তেলের দাম ছিল যথাত্রক্রমে ১৮৯ এবং ১৬৭ টাকা।
একই সঙ্গে পাঁচ লিটারের বোতলে ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ এবং বোতলজাত পাম তেলের লিটারে ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১১ জুন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম কমিয়েছিল ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো।