সয়াবিন তেল ও চিনির দাম কমল ৫ টাকা
সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানো হয়েছে। সেই সাথে খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা কমানোর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। একইসঙ্গে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।
এতে আরও বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩৫ টাকায় বিক্রি হলেও নতুন দাম অনুযায়ী ১৩০ টাকায় বিক্রি হবে। এছাড়া প্যাকেটজাত চিনি ১৪০ টাকা থেকে কমে ১৩৫ টাকায় বিক্রি হবে।
বলা হয়, বর্তমান ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে, নতুন দাম অনুযায়ী তা ১৭৪ টাকায় বিক্রি হবে। আর লিটার প্রতি খোলা সয়াবিনের বর্তমান দাম ১৫৯ টাকা এবং নতুন দাম হবে ১৫৪ টাকা। এছাড়া ৫ লিটার বোতলের সয়াবিনের বর্তমান দাম ৮৭৩ টাকা, নতুন দাম ৮৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানো হলো।