মন্ত্রীসভায় আসছে নতুন মুখ, এ পর্যন্ত যা জানা গেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে বেশ কৌশলে এগিয়েছে দেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের বেশ কিছু কৌশলের কাছে বলা চলে কুপোকাত নির্বাচন বয়কট করা বিরোধীদলগুলো। বড় কোনো সহিংসতা ছাড়াই হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে সদ্য-সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া এমপিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নতুন এমপিদের শপথ। বৃহস্পতিবার নতুন মন্ত্রীসভার শপথ। যেখানে এবার চমক থাকছে।

মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে- ‍বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রীসভার শপথ অনুষ্ঠিত হবে । এদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যেখানে কিছু নতুন মুখ আসবে বলে বিশ্বত্ব সূত্রে জানা গেছে।

সূত্র বলছে-বরিশাল, ময়মনসিংহ,গাজিপুর, চট্টগ্রাম, শারিয়তপুর, কুমিল্লা, কক্সবাজার থেকে মন্ত্রী সভায় স্থান পেতে পারে নতুন মুখ।

এদিকে প্রধানমন্ত্রীর বিবেচনায় এবার এমন ব্যক্তিরাই প্রাধান্য পাবেন, যারা সামনের দিনে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুশাসন নিশ্চিত করতে ভূমিকা রাখতে সক্ষম হবেন। এ ছাড়া বর্তমান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কারও কারও প্রতি প্রধানমন্ত্রী বিরক্ত। তাঁদের বিষয়েও নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। সে ক্ষেত্রে কেউ কেউ ছিটকে পড়তে পারেন মন্ত্রীসভা থেকে-এমন তথ্য ভেসে বেড়াচ্ছে-সচিবালয়ে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হওয়ায় সংসদ সচিবালয়ে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রীসভা গঠন করবে বিজয়ী দল আওয়ামী লীগ। দলের প্রধান শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

অনেকে বলছেন, এবারের মন্ত্রীসভায় তরুণ মুখ থাকতে পারে। সে ক্ষেত্রে চাঁদপুর থেকে নির্বাচিত ড. সেলিম মাহমুদ, ঢাকার মোহাম্মদ আলী আরাফাত, মাশরাফি বিন মর্তুজা কিংবা নাজমুল হাসান পাপন, চট্রগ্রাম-১ (মিরসরাই) আসনের মাহবুবুর রহমান, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জামালপুর-৫ আসনের আবুল কালাম আজদ, কর্নেল (অব.) জাহিদ ফারুক, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানককে মন্ত্রীসভায় দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগ সভাপতির ওপর।

Nagad

এরপর সূত্র আরও বলছে- ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল-ও থাকছেন এবারের মন্ত্রীসভায়।

তবে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, মন্ত্রীসভায় ১৪ দলের শরিকদের না রাখার সম্ভাবনাই বেশি। অন্যদিকে জাতীয় পার্টি এবার মন্ত্রীসভায় থাকবে কি না এখন ই বলা যাচ্ছে না।