মোংলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের ইন্তেকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা আমীর ও আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা গোলাম মোস্তফা (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক আটটার সময় খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মাওলানা গোলাম মোস্তফা মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের আলহাজ্ব আব্দুল মোতালেবের বড় ছেলে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ ইউনুস আলী, সহকারি সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন প্রমূখ।