ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধীর বাড়ি সহ দুই বাড়িতে অগ্নিকাণ্ড ,ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে একটি বাড়ি ও গরু পুড়ে ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বৃহস্পতিবার (১১ এপ্রিল ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মৃত আবু বক্করের ছেলে সেকেন্দার আলীর (৫৫) বসত বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। এতে সেকেন্দার আলীর তিনটি বসত ঘর পুড়ে যায় এবং একটি গরু পুড়ে মৃতপ্রায় অবস্থা হলে এলাকাবাসী গরুটি জবাই করে।

এলাকাবাসী সূত্রে জানা যায় যে, রান্না করা চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং উত্তপ্ত আবহাওয়া ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহুর্তে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী সূত্রে আরও জানা যায়,প্রতিবন্ধী সেকান্দার পূর্বে ইসলামপুর গ্রামে ছিলো। ২ বছর আগে দুধকুমার নদীর ভাঙ্গনে সেই জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেলে পাইকেরছড়া ১নং ওয়ার্ড আসাম পাড়ায় এসে বাড়ি করে। সেই বাড়িও আজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা জানান।

এছাড়া উপজেলার একই ইউনিয়নের ফেডারেশন পাড়ায় মৃত আব্দুল করিমের পুত্র আনছার আলীর(৫৫) বাড়িতে বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা ৬ টায় অগ্নিকান্ড ঘটে। এতে বসত বাড়ির রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায় এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী তা নিভিয়ে ফেলে।

Nagad