গলাচিপায় পোকা দমনে পাচিং উৎসব

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

আমন ধান ফসলের ক্ষতিকর পোকা দমনের জন্য গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে পার্চিং উৎসব চলছে। ধানের ক্ষতিকর পোকা দমনে ইহা একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি।

বেশিরভাগ কৃষক কীটনাশক ও সার প্রয়োগের উপর নির্ভরশীল হওয়ায় জমির মাটিতে চাপ বাড়ছে। এতে খরচও বেশি হচ্ছে। কৃষকদের খরচ কমিয়ে আনা, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং স্থানীয় পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে প্রত্যন্ত এলাকার কৃষকদেরকে নিয়ে পার্চিং এবং লাইনলোগো পদ্ধতি ব্যবহারের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ ও মাঠ পর্যায়ে পার্চিং ব্যবহার কর্মসূচি চলছে।

পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে নিরাপদ অভয়াবস্থান সৃষ্টি করা। পার্চিং অর্থাৎ বাঁশের কি বা গাছের ডাল জমিতে পুতে রাখা। যেখানে পাখিরা বসে বিশ্রাম নিতে পারবে এবং ফসলের ক্ষতিকর পোকাগুলো খাবে এবং মলত্যাগ করে জমিতে সার বৃদ্ধি করবে। জমিতে চারা রোপণের এক সপ্তাহের মধ্যে এক বিঘা জমিতে ৭ থেকে ১০টি কি বা ডাল মাটিতে পোতা যাবে।

সারাদিন. ১১ সেপ্টেম্বর. আরএ