‘সকল অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো’

সিলেট প্রতিনিধি:সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য বাঙালী জাতি লড়াই-সংগ্রাম করেছেন। জাতির পিতার আদর্শ ও স্বপ্নকে পূরণ করতে একটি উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তরিকতার সহিত দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব। সকল অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিভাগীয় কমিশনার সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক সিলেট মো. মজিবর রহমান শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাম কৃষ্ণ মিশন, সিলেট এর পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা কাজ করে যাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সকল অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।