বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চলছে ধোয়ার কাজ

সাভার প্রতিনিধি;সাভার প্রতিনিধি;
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ধোয়া- মোছার কাজ চলছে। প্রতি বছরের মতো এবারও স্মৃতিসৌধের পাদদেশে ফুলদিয়ে যাথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে দিবসটি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে স্মৃতিসৌধ ধোয়া-মোছার করতে দেখা যায়।

এ সময় স্মৃতিসৌধ এলাকার ফুলের বাগান, সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন ঘাস ও উদ্ভিদের পরিচর্যা করতেও চোখে পড়ে।

পরিচ্ছন্নতা-কর্মী মো: বিল্লাল হোসেন ও কালু মিয়ার কাছে জানতে চাইলে তারা বলেন,বিজয় দিবসে এখানে দেশের বড়-বড় মানুষ আসেন। তাই আমরা মনোযোগ দিয়ে ধোয়া-মোছার কাজ করছি,যেন কেউ এখানে এসে আপরিচ্ছন্ন পরিবেশ দেখতে না পান।

উক্ত বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমান বলেন, ধোয়া- মোছার প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ১৩ ও ১৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

এছাড়া আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, সার্বক্ষণিক পাহারার জন্য আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়াও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

Nagad